আর্কাইভ থেকে জাতীয়

বঙ্গভবনের মর্যাদা ও সম্মান সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির

বঙ্গভবনের মর্যাদা ও সম্মান সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
বঙ্গভবনের সব কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে বঙ্গভবনের মর্যাদা ও সম্মান সমুন্নত রাখতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ। বঙ্গভবনের কর্মচারী ও কর্মকর্তাদের পক্ষ থেকে সোমবার (১৭ এপ্রিল) ইফতারের পূর্বে আয়োজিত এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ কথা বলেন। বঙ্গভবনকে দেশের সর্বোচ্চ অফিস উল্লেখ করে আব্দুল হামিদ বলেন, সব কর্মকর্তা কর্মচারীকেই খেয়াল রাখতে হবে যে-বাইরের কোনো লোকদের সঙ্গে এমন কোনো আচরণ করবেন না, যাতে বঙ্গভবনের মান-ইজ্জত নষ্ট হয়। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, সংশ্লিষ্ট সকলেই কষ্ট করে হলেও বঙ্গভবনের ভাবমূর্তি সুন্দরভাবে ধরে রাখবেন। বঙ্গভবনে সুদীর্ঘ ১০ বছরের বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, রাষ্ট্রপতি হলেও আমি একজন জনপ্রতিনিধি হিসেবে নিজেকে দেশের সাধারণ মানুষেরই একজন মনে করি। আবদুল হামিদ বলেন, রাষ্ট্রপতি পদটাকে একটা দায়িত্ব হিসেবে মনে করি। দীর্ঘ দশ বছরে খালাসী, খেদমতদার কিংবা কর্মচারীদের কখনোই অবহেলার চোখে দেখিনি। বঙ্গভবনের দশ বছরে সকল কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।  

এ সম্পর্কিত আরও পড়ুন বঙ্গভবনের | মর্যাদা | ও | সম্মান | সমুন্নত | রাখার | আহ্বান | রাষ্ট্রপতির