আর্কাইভ থেকে জাতীয়

মহাখালী বাস টার্মিনালে নেই অতিরিক্ত যাত্রীর চাপ

মহাখালী বাস টার্মিনালে নেই অতিরিক্ত যাত্রীর চাপ
পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে শুরু হয়েছে সরকারি ছুটির প্রথম দিন। এ সময়ে বাস টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। তবে এবার প্রথম ধাপে গার্মেন্টস ছুটি না হওয়ায় সরকারি ছুটি পাওয়া মানুষ স্বস্তিতে ছাড়ছেন ঢাকা। মহাখালী বাস টার্মিনালে নেই অতিরিক্ত যাত্রীর চাপ। বুধবার (১৯ এপ্রিল) সরেজমিনে সকাল ১১টার দিকে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল ঘুরে দেখা যায় ঈদযাত্রায় মানুষের যে উপচেপড়া ভিড় তা নেই। বাস কাউন্টারে অলস সময় পার করছেন ম্যানেজাররা। টিকিট কাটার জন্য সাধারণ যাত্রীদের হাঁক-ডাক দিতে ব্যস্ত কাউন্টার সংশ্লিষ্টরা। ঢাকা থেকে ময়মনসিংহ রুটে চলাচল করে ইমাম, শ্যামলী, সৌখীন ও এনা বাস। এনার বাস কাউন্টারে কিছু যাত্রী টিকিটের জন্য লাইন থাকলেও অন্যান্য কাউন্টারে যাত্রীর সংখ্যা একেবারে নগণ্য। ইমাম বাস কাউন্টারের সহযোগী হৃদয় গণমাধ্যমকে জানান, অন্যান্য ঈদে ছুটির সময় বাস কাউন্টারে প্রচুর চাপ থাকে। এবার সেই চাপ নেই। অনেক যাত্রী আগাম ছুটি পেয়ে বিভিন্ন উপায়ে চলে গেছে। গার্মেন্টস ছুটি হলে এ পথে যাত্রী চাপ বাড়বে। ঢাকা থেকে কিশোরগঞ্জ রুটে থাকা অনন্যা ক্লাসিক পরিবহন ও অনন্যা পরিবহনের কাউন্টিারেও দেখা যায় একই চিত্র। অনন্যা ক্লাসিক পরিবহনের ম্যানেজার মো. মনোয়ার হোসেন জানান, এবার এখনো যাত্রীর চাপ নেই। আগের ঈদগুলোতে যেখানে ৩০ মিনিটে ৬ থেকে ৭ টা বাস ছাড়তাম। সেখানে এইবার ৩০ মিনিটে একটা বাস দিয়েও যাত্রী পাচ্ছি না। আগে যারা ছুটি পেয়েছেন তারা অন্য উপায়ে ঢাকা ছাড়ছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন মহাখালী | বাস | টার্মিনালে | নেই | অতিরিক্ত | যাত্রীর | চাপ