আর্কাইভ থেকে আবহাওয়া

ঈদের দিন সারাদেশে বৃষ্টি হতে পারে

ঈদের দিন সারাদেশে বৃষ্টি হতে পারে
দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর মুসলিম বিশ্বের সবচেয়ে বড় আনন্দ উৎসবের দিন ঈদুল ফিতর আজ শনিবার (২২ এপ্রিল)। পুরো রমজান মাস সিয়াম সাধনার পর উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে আজ সারাদেশে ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে। আজ সকালের আবহাওয়া রোদ-উজ্বল থাকলেও, পরে সারাদেশে বৃষ্টি হতে পারে। তবে, কোনো কোনো জেলায় থেমে থেমে একাধিকবার বৃষ্টি ও সঙ্গে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। আবার কোথাও কোথাও শনিবারে একবার ঝড়-বৃষ্টির দেখা মিলতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও আবহাওয়া বিশেষজ্ঞরা ঈদের দিনের এ পূর্বাভাস দিয়েছেন। ঢাকায় ঈদের দিন দুপুর থেকে সন্ধ্যা নাগাদ ঝড়-বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছেন তারা। এতে চলমান তাপপ্রবাহ অনেকটাই কমে যাবে। শুক্রবার (২১ এপ্রিল) ঢাকায়ও বহু প্রতীক্ষিত এক পশলা বৃষ্টি হয়েছে, সঙ্গে ছিল কালবৈশাখী ঝড়। দেশের বিভিন্ন অঞ্চলেও বৃষ্টি হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানান, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এ সম্পর্কিত আরও পড়ুন ঈদের | দিন | সারাদেশে | বৃষ্টি | হতে | পারে