আর্কাইভ থেকে বাংলাদেশ

দেশে লাইসেন্সবিহীন ফার্মেসি ১২ হাজার ৫৯২টি : স্বাস্থ্যমন্ত্রী

দেশে লাইসেন্সবিহীন ফার্মেসি ১২ হাজার ৫৯২টি : স্বাস্থ্যমন্ত্রী

দেশে শনাক্তকৃত লাইসেন্সবিহীন ওষুধের দোকানের (ফার্মেসি) সংখ্যা ১২ হাজার ৫৯২টি। এ তথ্য ২০২১ সালের আগস্ট মাস পর্যন্ত। দোকানের অনুকূলে লাইসেন্স প্রদান চলমান প্রক্রিয়া রয়েছে। জানালেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে নুরুন্নবী চৌধুরীর (ভোলা-৩) লিখিত প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারাদেশে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তারা নিয়মিতভাবে ওষুধের দোকান পরিদর্শন করছেন। দেশে ৫৫টি জেলা ও আটটি বিভাগীয় কার্যালয়ের মাধ্যমে এটি পরিচালিত হয়। বৈধ ড্রাগ লাইসেন্সবিহীন ওষুধের দোকানের মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া চলমান।

মো. হাবিবর রহমানের (বগুড়া-৫) এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মাঠপর্যায়ে সারাদেশে প্রায় ৩০ হাজার স্যাটেলাইট ক্লিনিকের কার্যক্রম চলমান রয়েছে।   

মন্ত্রী বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত পরিদর্শকরা তার ইউনিয়নে প্রতি মাসে আটটি স্যাটেলাইট ক্লিনিক আয়োজনে করেন। তারা তৃণমূল পর্যায়ে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রদান করে থাকেন। তবে বর্তমানে পরিবার কল্যাণ পরিদর্শিকাদের পদ শূন্য থাকার কারণে কেনো কোনো ইউনিয়নে স্যাটেলাইট ক্লিনিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন দেশে | লাইসেন্সবিহীন | ফার্মেসি | ১২ | হাজার | ৫৯২টি | | স্বাস্থ্যমন্ত্রী