আর্কাইভ থেকে জাতীয়

ঈদের দ্বিতীয় দিনে চিড়িয়াখানায় উপচে পড়া ভিড়

ঈদের দ্বিতীয় দিনে চিড়িয়াখানায় উপচে পড়া ভিড়
ঈদের ছুটিতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে রয়েছে মানুষের ভিড়। ছুটির দিনে সকাল থেকে ঢাকার বিনোদন কেন্দ্রে বিশেষ করে মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় ভিড় করছেন দর্শনার্থীরা। রোববার (২৩ এপ্রিল) দুপুরে দর্শনার্থীদের চাপে চিড়িয়াখানার সামনের আধা কিলোমিটার এলাকাজুড়ে যানজট দেখা দিয়েছে। ফুটপাত দিয়ে হেঁটে হাজারো মানুষ চিড়িয়াখানার উদ্দেশে যাচ্ছেন। ঈদ আনন্দ উদযাপনে চিড়িয়াখানায় শিশু-কিশোর তরুণ-তরুণী সব বয়সী মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। বানর, বাঘ ও সিংহের খাঁচার সামনে কৌতুহলীদের উপস্থিতিই বেশি। বন্দি পশুপাখিদের দেখে আনন্দ লাভ করছেন তারা। ৫০ টাকা টিকিটের বিনিময়ে ঢুকে দেখা যাচ্ছে জীবজন্তুগুলোকে। চিড়িয়াখানায় পশুপাখি ও জীবজন্তুর সংখ্যা আরো বাড়ানোসহ ও পরিবেশ ভালো করার দাবি জানিয়েছেন দর্শনার্থীরা। মানুষের ঢল সামাল দিতে চিড়িয়াখানার প্রধান ফটকসহ সব কটি ফটক খুলে দেয়া হয়েছে। চিড়িয়াখানাসংলগ্ন ফুটপাত ও ফাঁকা জায়গায় ভ্রাম্যমাণ দোকানপাটের কারণে মানুষের ভোগান্তি বেশি হচ্ছে। এদিকে চিড়িয়াখানায় ঘুরতে এসে মানুষের ভিড়ে ঈদের দ্বিতীয় দিন ১০ শিশু হারিয়ে গিয়েছিল। তাদের প্রত্যেককে পরে পাওয়া গেছে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।  

এ সম্পর্কিত আরও পড়ুন ঈদের | দ্বিতীয় | দিনে | চিড়িয়াখানায় | উপচে | পড়া | ভিড়