বঙ্গভবন ছাড়ার আগে যা বললেন বিদায়ী রাষ্ট্রপতি হামিদ
রাজনীতি বা অন্য কোন পদে যাবেন না সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।
আজ সোমবার (২৪ এপ্রিল) বেলা ১২টার দিকে সাংবাদিকদের এ প্রতিক্রিয়া জানান তিনি।
বিদায়ী রাষ্ট্রপতি বলেন, নতুন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন দেশের সংবিধান অনুযায়ী তার কাজ চালিয়ে যাবেন, এটিই প্রত্যাশা।
আবদুল হামিদ বলেন, আমি এখন মুক্তভাবে চলাফেরা করতে পারবো, এটিই আমার বড় আনন্দ। মানুষের বাইরে আমার কোন চিন্তা ছিলে না, আর থাবেও না। আমি সকল রাজনীতিবিদদের এ কথাই বলবো, এদশের মাটি ও মানুষকে ভালোবেসে যেনো রাজনীতি করেন।
তিনি বলেন, শুধু এদেশে নয়, উপমহাদেশে টানা ১০ বছর কেউ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন বলে জানা নেই। ভারতে দুই বার ছিল, কিন্তু দশ বছর কেউ ছিলো না। পাকিস্তানেও ছিলো না। আমিই বেশি সময় রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। ১০ বছর ছাড়াও আর ৪১ দিন বেশি আছে।
রোববারই ছিল বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের শেষ কার্যদিবস। তিনি আজ সোমবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় বঙ্গভবনে এক শপথ অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
দীর্ঘ ১০ বছরের অধিক সময় ধরে তার দুই মেয়াদে দেশের সর্বোচ্চ পদে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি রাষ্ট্রপতি ভবনে তিনি ইতিহাস সৃষ্টি করেছেন। বঙ্গভবনের ৫২ বছরের ইতিহাসে এটি বিরল দৃষ্টান্ত।
আবদুল হামিদ বলেন, এ দেশের মানুষ আমাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। রাষ্ট্রের সর্বোচ্চ রাষ্ট্রপতি পদে দুই মেয়াদে নির্বাচিত করেছে। আবার রাজনীতি করলে এ দেশের মানুষকে হেয় করা হবে। সেটা আমি করবো না।
এ সম্পর্কিত আরও পড়ুনবঙ্গভবন | ছাড়ার | আগে | বিদায়ী | রাষ্ট্রপতি | হামিদ