আর্কাইভ থেকে ক্রিকেট

নিউজিল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে পাকিস্তানের সিরিজ শুরু

নিউজিল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে পাকিস্তানের সিরিজ শুরু
ওপেনার ফখর জামানের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছে স্বাগতিক পাকিস্তান। রাতে সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তান ৫ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ডকে। ১১৭ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন ফখর। ড্যারিল মিচেলের ১১৩ রানের ইনিংসেও হার এড়াতে পারেনি নিউজিল্যান্ড। ওয়ানডে ইতিহাসের তৃতীয় দল হিসেবে ৫শতম জয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান। ওয়ানডেতে ৫শ জয় পাওয়া অন্য দুই দল হলো- অস্ট্রেলিয়া (৫৯৪) ও ভারত (৫৩৯)। রাওয়ালপিন্ডিতে টস জিতে প্রথমে বোলিং বেছে নেয় পাকিস্তান। ব্যাট হাতে উইল ইয়ংয়ের সাথে নিউজিল্যান্ডকে ৪৮ রানের সূচনা এনে দিয়ে থামেন চাদ বোয়েস। ১৮ রান করেন তিনি। দ্বিতীয় উইকেটে মিচেলকে নিয়ে ১০১ বলে ১০২ রানের জুটি গড়ে দলের রানের চাকা সচল রাখেন ইয়ং। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে পাকিস্তানের স্পিনার শাদাব খানের বলে ব্যক্তিগত ৮৬ রানে আউট হন ইয়ং।  ৭৮ বলের ইনিংসে ৮টি চার ও ২টি ছক্কা মারেন ইয়ং। ইয়ং ফেরার পর অধিনায়ক টম লাথামকে নিয়ে নিউজিল্যান্ডের স্কোর ২শ পার করেন মিচেল। জুটিতে ৭৯ বলে ৭২ রানও উঠলেও ব্যাট হাতে সাবলীল ছিলেন না লাথাম। ৩৬ বলে ২০ রানে ফিরেন তিনি। অন্যপ্রান্তে ১০৩ বল খেলে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পান   মিচেল। মিচেলের সেঞ্চুরিতে ৩শর বেশি রান করার পথে ছিলো নিউজিল্যান্ড। কিন্তু পরের দিকের ব্যাটাররা দ্রুত রান তুলতে না পারলে ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৮ রানের সংগ্রহ পায় কিউইরা। ১১টি চার ও ১টি ছক্কায় ১১৫ বলে ১১৩ রান করে মিচেল  পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদির শিকার হন । পাকিস্তানের আফ্রিদি-নাসিম শাহ ও হারিস রউফ ২টি করে উইকেট নেন। ২৮৯ রানের টার্গেটে পাকিস্তানকে দারুন সূচনা এনে দেন দুই ওপেনার ফখর ও ইমাম উল হক। ১৯তম ওভারে শতরান পূর্ণ করেন তারা। ৬৫ বলে ৬০ রান করা ইমামকে শিকার করে ২২তম ওভারে পাকিস্তানের উদ্বোধনী জুটি ভাঙ্গেন নিউজিল্যান্ডের স্পিনার ইশ সোধি। দলীয় ১২৪ রানে ইমামের আউটের পর পাকিস্তানের রানের চাকা ঘুড়িয়েছেন ফখর ও অধিনায়ক বাবর আজম। ৮৪ বলে ৯০ রানের জুটি গড়েন তারা। এই জুটিতেই ৯৯ বলে ওয়ানডে ক্যারিয়ারের নবম সেঞ্চুরির দেখা পান ফখর। ফখরের সেঞ্চুরির পর বাবর ৪৯ ও চার নম্বরে নামা শান মাসুদ ১ রানে বিদায় নেন। নিউজিল্যান্ডের স্পিনার রাচিন রবীন্দ্রর শিকার হবার আগে ১১৪ বল খেলে ১৩টি চার ও ১টি ছক্কায় ১১৭ রান করেন ফখর। দলীয় ২৫৫ রানে ফখর ফিরলে ৩৪ বলে ৪২ রানের দায়িত্বশীল ইনিংস খেলে ৯ বল বাকী থাকতে পাকিস্তানের জয় নিশ্চিত করেন উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। নিউজিল্যান্ডের মিলনে ২ উইকেট নেন। ম্যাচ সেরা হন ফখর।

এ সম্পর্কিত আরও পড়ুন নিউজিল্যান্ডের | বিপক্ষে | জয় | দিয়ে | পাকিস্তানের | সিরিজ | শুরু