আর্কাইভ থেকে ক্রিকেট

জরুরি কারণে আইপিএল ছাড়লেন লিটন

জরুরি কারণে আইপিএল ছাড়লেন লিটন
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল থেকে দেশে ফিরেছেন প্রথমাবারের মতো টুর্নামেন্টি খেলতে যাওয়া লিটন কুমার দাশ। জরুরি পারিবারিক কারণে তিনি বাংলাদেশে ফিরে এসেছেন বলে জানা গেছে। আসরটিতে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে ভারতে ছিলেন লিটিন। তার ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছে কলকাতা। দলটির মিডিয়া বিভাগ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘২৮ এপ্রিল, শুক্রবার, জরুরি পারিবারিক কারণে লিটন দাসকে বাংলাদেশে ফিরে যেতে হয়েছে। এই কঠিন সময় পেরিয়ে যেতে তার ও তার পরিবারের জন্য আমাদের শুভকামনা।’ এর আগে, ঘরের মাঠে আইরিশদের বিপক্ষে টেস্ট ম্যাচ থাকায় টুর্নামেন্টের শুরু থেকে খেলার অনুমতি পাননি তিনি। তাই জাতীয় দলের দায়িত্ব শেষ করে ভারতে উড়াল দেন লিটন। তবে কেকেআর শিবিরে যোগ দিয়ে পাঁচ ম্যাচের মধ্যে মাত্র এক ম্যাচে সুযোগ পান বাংলাদেশি তারকা ওপেনার লিটন দাস। বৃহস্পতিবার (২০ এপ্রিল) দিল্লির বিপক্ষে অভিষেক হয় লিটনের। এদিন লিটন দলে সুযোগ পেলেও কিছুই করতে পারেননি। ব্যাট করতে নেমে প্রথম বলে চার মারেন। এরপরই আড়াআড়ি কোনো মতে শট খেলতে গিয়ে লোপ্পা ক্যাচ দিয়ে বসেন। ৪ বলে চার রান করেই প্যাভিলিয়নে ফিরেন তিনি। উইকেট-কিপিংয়ের সময়ে তো আরও খারাপ হয়েছে তার পারফরম্যান্স। একটি সহজ ক্যাচ ছাড়েন। দুটি স্ট্যাম্পিং মিস করেন। তার মধ্যে অক্ষর প্যাটেলকে অনেকটা সময় পেয়েও যেভাবে স্ট্যাম্পিং করতে ব্যর্থ হন, তা দেখে অনেকেই বিস্মিত।  

এ সম্পর্কিত আরও পড়ুন জরুরি | কারণে | আইপিএল | ছাড়লেন | লিটন