আর্কাইভ থেকে বাংলাদেশ

সিলেটে পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা

সিলেটে পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির ডাকে আজ সোমবার (২২ নভেম্বর) ভোর ৬টা থেকে পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। পাঁচ দফা দাবিতে ধর্মঘটের ডাক দেয় তারা। ধর্মঘটের ফলে স্কুল, কলেজ ও অফিসগামী যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে।

পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা জানান,  আমরা পাঁচ দফা দাবিতে বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছি। দাবি আদায়ে নির্ধারিক সময়( ২১ নভেম্বর) চলে গেলেও তা মানা হয়নি। তাই শ্রমিকরা কর্মবিরতি পালনে বাধ্য হয়েছে। এটা ধর্মঘট নয়, শ্রমিকরা কর্মবিরতি পালন করছে। পরবর্তীতের আলাপ আলোচনা করে আমাদের করণীয় জানানো হবে।

হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্ক শুভ্র রায় বলেন, এ ধর্মঘট আমাদের নয়। পাঁচ দফা দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক ফেডারেশন। আমরা তাদের যৌক্তিক দাবির প্রতি সমর্থন জানিয়েছি এবং ধর্মঘট কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছি।

এ সম্পর্কিত আরও পড়ুন সিলেটে | পরিবহন | ধর্মঘট | দুর্ভোগে | যাত্রীরা