আর্কাইভ থেকে বাংলাদেশ

জাহাঙ্গীরের বিষয় দু-এক দিনের মধ্যেই সিদ্ধান্ত : স্থানীয় সরকারমন্ত্রী

জাহাঙ্গীরের বিষয় দু-এক দিনের মধ্যেই সিদ্ধান্ত : স্থানীয় সরকারমন্ত্রী

আওয়ামী লীগ থেকে সদ্য বহিষ্কৃত গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের বিষয়ে আইনি দিক পর্যালোচনা করা হচ্ছে। তার বিষয় দু-এক দিনের মধ্যেই সিদ্ধান্ত আসবে। জানালেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

আজ সোমবার (২২ নভেম্বর) মন্ত্রিসভা বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

আজ সোমবার (২২ নভেম্বর) মন্ত্রিসভা বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, আইনটা (সিটি করপোরেশন আইন) দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আইনটি দেখা হচ্ছে। আইনটি পর্যালোচনা হোক তারপর বলব।

তাজুল ইসলাম বলেন, আইনটি পর্যালোচনা করতে দু-এক দিন লাগতে পারে।

মন্ত্রী বলেন, সংশোধিত আইন অনুযায়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা পরিষদের সদস্য হবেন। পৌরসভার মেয়রও সদস্য হবেন। ইউএনও ও স্থানীয় সরকারের প্রতিনিধি সভায় উপস্থিত থাকবেন।

গেলো শুক্রবার জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কার করা হয়। জাতির পিতাকে নিয়ে কটূক্তি ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির জন্য তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশনাও দিয়েছেন দলীয় প্রধান শেখ হাসিনা।

এ সম্পর্কিত আরও পড়ুন জাহাঙ্গীরের | বিষয় | দুএক | দিনের | মধ্যেই | সিদ্ধান্ত | | স্থানীয় | সরকারমন্ত্রী