আর্কাইভ থেকে ফুটবল

এমবাপ্পে পিএসজি ছাড়ুক, মেসি থাকুক: এমানুয়েল

এমবাপ্পে পিএসজি ছাড়ুক, মেসি থাকুক: এমানুয়েল
কিলিয়ান এমবাপ্পের এবং লিওনেল মেসি মধ্যে এমবাপ্পে পিএসজি ছাড়ুক এমন মন্তব্য করেছে ফ্রান্সের সাবেক বিশ্বকাপ জয়ী তারকা এমানুয়েল পেতিত। না, এমবাপ্পের প্রতি কোনো বিদ্বেষ নেই ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী দলের এ সদস্যের। বরং তিনি এটা চাইছেন এমবাপ্পেরই ভালোর জন্য। পিএসজির সঙ্গে এমবাপ্পের চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৫ সালে, আর লিওনেল মেসির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি মৌসুম শেষে। পিএসজি ছেড়ে রিয়েল মাদ্রিদে যাবেন এমন নানা গুঞ্জন শেষে গত মৌসুমে পিএসজির সঙ্গে নতুন চুক্তি করেছেন এমবাপ্পে। অন্যদিকে বিশ্বকাপের পর থেকে পিএসজির সঙ্গে মেসির নতুন চুক্তি করবে এমনটি শোনা গেলেও তা নিয়ে এখনো বিশেষ কোনো অগ্রগতি নেই। মেসি ক্লাব ছাড়বেন এবং তাকে দলে ভেড়াতে অনেকেই যোগাযোগ করছে এমন খবর প্রতিনিয়ত ভাসছে বাতাসে। কিন্তু পেতিত চাইছেন অন্য কিছু। তাঁর চাওয়া ২৪ বছর বয়সী এমবাপ্পেই পিএসজি ছেড়ে দিক, আর মেসি থেকে যাক প্যারিসে। ফ্রান্সের সাবেক এই ফুটবলার বলেন, ‘(কে পিএসজি ছাড়বে, সে বিষয়ে) আমি কি দুজনকেই বেছে নিতে পারি? একজনকে বেছে নেওয়া কঠিন। তবে আমি চাইব, এমবাপ্পেই পিএসজি ছাড়ুক। এটা আমি চাইছি; কারণ, আমি একজন ফরাসি।’ কেন তিনি এমবাপ্পেকে পিএসজি ছাড়তে বলছেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন পেতিত, ‘ছেলেটা সেই ১৭ বছর বয়স থেকেই তারকা। সে ফ্রান্সের সব রেকর্ড ভেঙে ফেলেছে। কিন্তু সে যদি চ্যাম্পিয়নস লিগ জিততে চায়, বিশ্বের সেরা খেলোয়াড় হতে চায় আর ব্যালন ডি’অর জিততে চায়; তাহলে তাকে পিএসজি ছাড়তে হবে।’    

এ সম্পর্কিত আরও পড়ুন এমবাপ্পে | পিএসজি | ছাড়ুক | মেসি | থাকুক | এমানুয়েল