আর্কাইভ থেকে ফুটবল

সৌদি আরবকে নিয়ে মেসির পোস্ট, কিসের ইঙ্গিত? 

সৌদি আরবকে নিয়ে মেসির পোস্ট, কিসের ইঙ্গিত? 
চলতি মৌসুমে শেষ হতে চলছে লিওনেল মেসির সঙ্গে পিএসজির চুক্তি। নতুন দল নিয়ে বাতাসে প্রতিনিয়ত ভাসছে নতুন নতুন খবর। খুব জোরালো ভাবেই শুনা যাচ্ছে মেসিকে আবার ফিরিয়ে আনবে বার্সেলোনা। সেই আশায় বুঁদ হয়ে আছেন কোটি বার্সা ভক্ত। কিন্তু হঠাৎ সৌদি আরবকে নিয়ে মেসির পোস্ট দেখে ভক্তদের বুকে ধক করে উঠারি কথা। ইউরোপের গল্প চুকিয়ে সৌদি লিগে খেলছেন ক্রশ্চিয়ানো রোনালদো। মেসির পিএসজি ছাড়ার গুঞ্জনের পর সৌদি ক্লাব আল হিলাল তাঁকে দলে ভেড়াবে এমন খবরো শোনা যাচ্ছে প্রতিনিয়ত। আর এমন সময় মেসির ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট  সৌদি আরবকে নিয়ে, ‘কে ভেবেছিল, সৌদি এত সবুজ?’ আসলে মেসির এই পোস্টের সঙ্গে সৌদি ক্লাবে যুক্ত হবার কোন সম্পর্ক নেই। সৌদি আরবের পর্যটনের শুভেচ্ছা দূত হিসেবে চুক্তিবন্ধ আছেন আর্জেন্টাইন এই বিশ্বকাপজয়ী তারকা। সৌদি আরবের পর্যটনকে বেগবান করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসির এমন পোস্ট প্রচারণার একটি অংশ।   ওপরে নীল আকাশ আর নিচে সবুজ ঘাস, একই সঙ্গে সারিবদ্ধ খেজুরগাছ—এমন একটি ছবি দিয়ে মেসি লিখেছেন, ‘কে ভেবেছিল, সৌদি আরব এত সবুজ? যখনই পারি, আমি দেশটির অপ্রত্যাশিত সৌন্দর্য উপভোগ করার জন্য সেখানে যেতে চাই।’ শুধু সৌদি আরবের শুভেচ্ছাদূত বলেই যে দেশটির সবুজ মেসির ভালো লাগবে, তা নয়; মরুর বুকে অমন সবুজ দেখাটা যে কারও কাছেই বিস্ময়ের। মেসিও হয়তো সৌদি আরবের মতো মরুভূমির এক দেশে অমন সবুজ দেখে বিস্মিত হয়েছিলেন।  

এ সম্পর্কিত আরও পড়ুন সৌদি | আরবকে | নিয়ে | মেসির | পোস্ট | কিসের | ইঙ্গিত