আর্কাইভ থেকে দুর্ঘটনা

কাশিমপুরে কারখানায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ১৫

কাশিমপুরে কারখানায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ১৫
গাজীপুরের কাশিমপুরের জরুন এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১৫ শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে ৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে ও ৮ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট জরুরি বিভাগে নেওয়া হয়েছে। সোমবার (১ মে) সকালে কটন ক্লাব বিডি কারখানায় কম্প্রেশার রুমের গ্যাস লিকেজ থেকে এ ঘটনা ঘটে। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন যারা- সুপার ভাইজার সবুর (৩৫), লাইন ম্যানেজার সাহাবুল ইসলাম (৪৪), কাটিং মাস্টার আসলাম আলী (২৭), ক্লিনার ফজলুর (৬০), নিরাপত্তা প্রহরী চাঁন মিয়া (৪৫), পথচারী মো. সোহেল,  ও আলমগীর (৩০)। ঢামেক বার্ন ইউনিটে চিকিৎসাধীন যারা- তৌসিফ (৩২),আরিফ (২২),আবুল হোসেন (৩৫),রাকিব (৪০),রাশেদ (৩০), রফিকুল (৩২) ও বাবুল (৩৫)। বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর ফায়ার সার্ভিসে উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন । প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, আজ সকাল আটটার দিকে কাশিমপুরের জরুর এলাকার মন্ডল গ্রুপের কটন ক্লাব বিডি নামে ওই কারখানার কমপ্রেসার রুমে গ্যাস-লিকেজ থেকে গ্যাস জমে বিস্ফোরণ ঘটে। এতে কারখানাটির স্টাফসহ কমপক্ষে ১২ শ্রমিক দগ্ধ হন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিমর্শন করেছে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, গাজীপুর একটি গার্মেন্টসে গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়ে সাতজন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। https://youtu.be/or-zHfLc-Lc

এ সম্পর্কিত আরও পড়ুন কাশিমপুরে | কারখানায় | গ্যাস | লিকেজ | বিস্ফোরণ | দগ্ধ | ১৫