আর্কাইভ থেকে ক্রিকেট

বায়োবাবল ভেঙে নিষিদ্ধ আম্পায়ার বাংলাদেশ-পাকিস্তান সিরিজে

বায়োবাবল ভেঙে নিষিদ্ধ আম্পায়ার বাংলাদেশ-পাকিস্তান সিরিজে

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের পর এবার দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে অন্তর্ভূক্ত হয়েছে পাকিস্তান-বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজটি। 

আগামী ২৬ নভেম্বর চট্টগ্রাম ম্যাচ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ নিজেদের মিশন শুরু করবে বাংলাদেশ দল। দুই টেস্ট ম্যাচ পরিচালনার জন্য অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে স্বাগতিক ৪ আম্পায়ারের সঙ্গে রয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিয়ম ভেঙে শাস্তি পাওয়া মাইকেল গফও।

দুটি টেস্টেই অন ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন মাইকেল গফ। তার সঙ্গে দায়িত্ব সামলাবেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। দুই ম্যাচেই টিভি আম্পায়ার বা তৃতীয় আম্পায়ার গাজী সোহেল।

চট্টগ্রাম টেস্টের চতুর্থ আম্পায়ারের ভূমিকায় থাকবেন তানভীর ইসলাম। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৪ ডিসেম্বর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচে তানভীরের দায়িত্বে দেখা যাবে মাসুদুর রহমান মুকুলকে। এছাড়া নিয়ামুর রশিদ রাহুল দুটি ম্যাচেই ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন বায়োবাবল | ভেঙে | নিষিদ্ধ | আম্পায়ার | বাংলাদেশপাকিস্তান | সিরিজে