আর্কাইভ থেকে আইন-বিচার

পাগলীর গর্ভে জন্ম নেয়া শিশুর দায়িত্ব নিতে ৩ নারীর কাড়াকাড়ি

পাগলীর গর্ভে জন্ম নেয়া শিশুর দায়িত্ব নিতে ৩ নারীর কাড়াকাড়ি

কিশোরগঞ্জের ভৈরবে পাগলীর গর্ভ থেকে জন্ম নেয়া এক শিশু নিয়ে তিন নারীর মধ্যে কাড়াকাড়ি। কোনভাবেই সুরাহা না হলে পরে শিশুটি নেওয়া হয় রেলওয়ে থানায়। তিন নারীই শিশুটিকে লালনপালনের দায়িত্ব নিতে চান। 

শুরু হয় তাদের মধ্যে ঝগড়াঝাটিও। পরে শিশুটিকে রেলওয়ে থানায় নিয়ে গেলে থানার ওসি মো. ফেরদাউস আহম্মদ বিশ্বাস শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। তারপর বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ উপজেলা নির্বাহী অফিসারকে জানান।

ভৈরব রেলওয়ে থানার ওসি মো. ফেরদাউস আহম্মদ বিশ্বাস বলেন, বুধবার সন্ধ্যায় রাস্তার এক পাগলীর ঘরে শিশুটির জন্ম হয় রেলওয়ে স্টেশনের কাছে রেললাইন সংলগ্ন এলাকায়। শিশুটি জন্ম হওয়ার পর পাগলী পালিয়ে যায়। এ সময় এক নারী শিশুটিকে দেখে কোলে নেন। তারপর আরও দুজন নারী এসে শিশুটিকে নিয়ে যেতে চান। 

তখন তাদের ঝগড়া দেখে পথচারীরা শিশুসহ তিন নারীকে রেলওয়ে থানায় নিয়ে আসেন। এ সময় তাদের কথা শুনে আমি ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে পরামর্শ নিয়ে শিশুটিকে হাসপাতালে রেখেছি।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ জানান, ঘটনাটি রেলওয়ে থানার ওসি আমাকে জানানোর পর শিশুটিকে হাসাপাতালে রাখতে নির্দেশ দিয়েছি। 

আগামীকাল এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে কোনো শিশুনিবাসে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব।

মুক্তা মাহমুদ

এ সম্পর্কিত আরও পড়ুন পাগলীর | গর্ভে | জন্ম | নেয়া | শিশুর | দায়িত্ব | নিতে | ৩ | নারীর | কাড়াকাড়ি