আর্কাইভ থেকে জাতীয়

দশম ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোট গ্রহন চলছে

দশম ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোট গ্রহন চলছে

শঙ্কা নিয়েই শুরু হলো দশম ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোট গ্রহন। 

এই ধাপে এক হাজার ইউপিতে ভোট অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে ইউনিয়নগুলোর ১০ হাজার ১শ’ ৫৯টি কেন্দ্রে ভোট নেয়া শুরু হয়। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। 

এই নির্বাচনে মোট ভোটার দুই কোটি এক লাখ ৪৯ হাজার ২শ’ ৭৮ জন। তবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ইতোমধ্যে একশ’ একজন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়াও দেশের ১০ টি পৌরসভায় ভোট হচ্ছে। 

শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ভোটকেন্দ্রে নিয়োজিত করা হয়েছে পুলিশ ও আনসারের ২২ জনের ফোর্স। এছাড়া ভোটের এলাকা নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে পুলিশ, আনসার, বিজিবি, কোস্টগার্ড, র্যাব এপিবিএন ও ব্যাটেলিয়ন আনসারের মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স।   

এদিকে, যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় কুতুব উদ্দিন নামে একজন নিহত হয়েছে। এসময় আহত হয় আরো ৫জন। গেলোরাতে, ইউনিয়নের রুদ্রপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে। 

এ সম্পর্কিত আরও পড়ুন দশম | ইউনিয়ন | পরিষদ | নির্বাচনের | তৃতীয় | ধাপের | ভোট | গ্রহন | চলছে