আর্কাইভ থেকে এশিয়া

ইমরান খানকে বিশেষ আদালতে হাজির করা হবে

ইমরান খানকে বিশেষ আদালতে হাজির করা হবে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে বুধবার (১০ মে)রাজধানীর পুলিশ সদরদপ্তরে বিশেষ আদালতে হাজির করা হবে। যে দুর্নীতির অভিযোগে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাকে সেখানে জিজ্ঞাসাবাদ করা হবে। এসময় আইন অনুযায়ী সর্বোচ্চ ১৪ দিনের রিমান্ডের আবেদন করবে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)। তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানকে মঙ্গলবার দেশটির রাজধানী ইসলামাবাদের হাইকোর্ট চত্বর থেকে গ্রেপ্তার করে আধা সামরিক বাহিনী। তাকে গ্রেপ্তারের পরই পাকিস্তানজুড়ে বিক্ষোভ শুরু হয়। পাকিস্তানের বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে পিটিআইয়ের কর্মী-সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত দুই বিক্ষোভকারী নিহত হয়েছে বলে জানা গেছে। লাহোরে সেনানিবাসে হামলা চালিয়েছেন ইমরান খানের সমর্থকেরা। পরিস্থিতি সামাল দিতে ইসলামাবাদ, পেশোয়ারসহ বিভিন্ন শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এছাড়া কর্তৃপক্ষ দেশের সকল স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে। টুইটার ফেসবুকসহ সকল সামাজিক মাধ্যমে প্রবেশ সীমিত করেছে। পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কোরেইশি সমর্থকদের প্রতি বৈধ ও শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, খানের গ্রেপ্তারের বিরুদ্ধে দলীয় আইনজীবীরা একাধিক আপিল ও পিটিশান দায়ের করবেন।

এ সম্পর্কিত আরও পড়ুন ইমরান | খানকে | বিশেষ | আদালতে | হাজির | করা | হবে