আর্কাইভ থেকে দেশজুড়ে

১ কোটি ৪০ লাখ টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

১ কোটি ৪০ লাখ টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ১৪ টি স্বর্ণের বারসহ এক পাচারকারী যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ  (বিজিবি’র)। জব্দকৃত ১৪ টি (২৪ ক্যারেট) স্বর্ণের বারের ওজন ১৬৩৩.৩৬ গ্রাম (১৪০) ভরি। যার আনুমানিক মূল্য ১ কোটি চল্লিশ লাখ টাকা বলে নিশ্চিত  করেছে সংস্থাটি। বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (১২ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে আন্তাজার্তিক মেইন পিলার নং ৯৪২ এর সাব পিলার ৮ এসের পাশ থেকে  অধিনায়ক লে.  কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দের নেতৃত্বে ৯৪২/৮-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাশিপুর গ্রামের ঈদগাঁ’র পাশের রাস্তার ধারে ওঁৎ পেতে থাকে এবং বিজিবি টহলদল মোটর সাইকেলযোগে একজন ব্যক্তিকে আসতে দেখতে পায়। টহলদল তাকে চ্যালেঞ্জ করলে সে মোটর সাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। টহলদল ধাওয়া করে আনুমানিক ১০ গজ দূরে ধানক্ষেত হতে তাকে আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তির মোটর সাইকেল তল্লাশী করে মোটর সাইকেলের তেলের ট্যাংকির মধ্যে নেটের ব্যাগে পেচানো অবস্থা ১টি প্যাকেট উদ্ধার করে।  ওই প্যাকেট খুলে ১৪ টি স্বর্ণের বার পাওয়া যায়।পরে বিজিবির সদস্যরা ঘটনাস্থল থেকে ১৪ টি স্বর্ণের বার জব্দ করে আটক যুবককে কাশিপুর ক্যাম্পে নিয়ে আসা হয়।  এর পর বিকালে আটক যুবককে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের নিয়ে যাওয়া হয়।  আটক পাচারকারী যুবক হলেন উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর এলাকার মজিবর রহমানের ছেলে রবিউল ইসলাম (৩২)। এ প্রসঙ্গে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জাল হোসেন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক স্বর্ণ চোরাকারবারীর বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করে আসামীকে হস্তান্তর করাসহ জব্দকৃত ১৪টি স্বর্ণের বার কুড়িগ্রাম ট্রেজারী অফিসে জমা করণের কার্যক্রম চলছে।  

এ সম্পর্কিত আরও পড়ুন ১ | কোটি | ৪০ | লাখ | টাকার | স্বর্ণের | বারসহ | যুবক | আটক