আর্কাইভ থেকে ক্রিকেট

চেমসফোর্ডে টাইগারদের অবিস্মরণীয় জয়

চেমসফোর্ডে টাইগারদের অবিস্মরণীয় জয়
চেমসফোর্ডে খেলা শুরুর আগে নেমেছিল বৃষ্টি। বৃষ্টির পর ইংল্যান্ডের মাঠটি দেখা পেল দুইটা সেঞ্চুরির। তবে টেক্টরের চতুর্থ সেঞ্চুরি ম্লান করে শেষ হাসিটা প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি পাওয়া শান্তরই। বৃষ্টির কারণে ৪৫ ওভারে নেমে আসা ম্যাচে আইরিশরা সংগ্রহ করে ৩২০ রান।  সেই  লক্ষ্য বাংলাদেশ পেরিয়ে গেছে ৩ উইকেট ও ৩ বল বাকি থাকতেই। ওয়ানডেতে বাংলাদেশের এটি দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়, ৩০০ বা এর বেশি রান করে পঞ্চম জয়। পাহাড়সম রান তাড়ায় শুরুটা ঠিক ঝোড়ো হয়নি টাইগারদের, প্রথম পাওয়ার প্লেতে ৯ ওভারে ওঠে মাত্র ৪০ রান, ফেরেন তামিম ইকবাল। আউট হওয়ার আগে টাইগার অধিনায়ক করেছেন ১৩ বলে ৭ রান। তামিমের আউটের পর বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি লিটন দাসও। দশম ওভারে দলীয় ৪০ রানের মাথায় মনোযোগ সরিয়ে খেসারত দিতে হয় লিটনকে। গ্রাহাম হিউমের করা অফ স্টাম্পের বাইরের বলে অযথাই খোঁচা দিয়ে উইকেটরক্ষক লোরকান টাকার সেটি তালুবন্দী করতে মোটেও ভুল করেননি। বিদায়ের আগে লিটন ২১ বলে ২১ রান করেন। এরপর ক্রিজে আসেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নাজমুল শান্তকে নিয়ে ৪৭ বলে যোগ করেন ৬১ রান। কিন্তু ক্যাম্পারের বলে খেলতে গিয়ে যেন ক্যাচ অনুশীলন করে বসেন সাকিব। ব্যাকফুটে গিয়ে খেলতে গিয়ে ব্যক্তিগত ২৬ রানের মাথায় ডকরেলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। সাকিবের বিদায়ের পর বাংলাদেশের রানের চাকা থামেনি। হৃদয়কে সঙ্গে নিয়ে এগোতে থাকেন। শান্ত ৪৯ বলে তুলে নেন ফিফটি। ফিফটির পর চওড়া হয় তার ব্যাট। অন্যদিকে হৃদয় সাবলীল ভঙ্গিতে বল-রানের পার্থক্য ধরে রেখে খেলেন। দুজনে ১৩১ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেন। ৩৪তম ওভারের প্রথম বলে ডকরেলকে মিড উইকেটে পুল করে ডাবল নেন শান্ত। যার সুবাদে এক লাফে ৯৯ থেকে চলে যান তিন অঙ্কের ফিগারে। ক্যারিয়ারে প্রথম শতক হাঁকান মাত্র ৮৩ বলে। তবে ওই ওভারেই ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি হাঁকানো তাওহিদ হৃদয় ৬৮ রান করে আউট হয়ে যান।   এরপর শান্তও বেশিক্ষণ আর থাকতে পারেননি। দলীয় ২৫৭ রানের মাথায় ক্যাম্পারের দ্বিতীয় শিকারে পরিণত হন এই ব্যাটার।  দুজনের বিদায়ের পর বাংলাদেশ কিছুটা চাপে পরে গেলেও সেই চাপাল সামাল দেয় মুসফিকুর রহিমের বিশ্বস্ত ব্যাট। তাঁর ২৮ বলে ৩৬ রানের ইনিংস জয় এনে দেয় বাংলাদেশকে। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৩২০ রান সংগ্রহ করেছিল আয়ারল্যান্ড।  

এ সম্পর্কিত আরও পড়ুন চেমসফোর্ডে | টাইগারদের | অবিস্মরণীয় | জয়