আর্কাইভ থেকে ক্রিকেট

ক্যারিবীয়ানদের প্রধান কোচ ড্যারেন সামি

ক্যারিবীয়ানদের প্রধান কোচ ড্যারেন সামি
অধিনায়ক হিসেবে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুইবার বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরেছেন ড্যারেন সামি। সাবেক এই অধিনায়ককে এবার দলটির ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিওআই)। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সামিকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, একটি স্বচ্ছ প্রক্রিয়া ও সাক্ষাৎকার পর্বের মাধ্যমে তাকে প্রধান কোচ নিয়োগ দেওয়া হয়েছে। গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর পদত্যাগ করেন ওয়েস্ট ইন্ডিজের কোচ ফিল সিমন্স। এরপর দলের অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব পালন করছিলেন আন্দ্রে কোলি। তার জায়গায় স্থলাভিষিক্ত হচ্ছেন ক্যারিবীয়ান এই তারকা। এর আগে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) কোচের দায়িত্ব পালন করেছেন সামি। তবে এবারই প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে দায়িত্ব পেলেন তিনি। আগামী জুন মাসে শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের  ওয়ানডে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে প্রধান কোচ হিসেবে প্রথমবার দায়িত্ব পালন করবেন সামি।  

এ সম্পর্কিত আরও পড়ুন ক্যারিবীয়ানদের | প্রধান | কোচ | ড্যারেন | সামি