আর্কাইভ থেকে দেশজুড়ে

গাইবান্ধায় দ্রব্য মুল্যবৃদ্ধির প্রতিবাদে বামমোর্চার বিক্ষোভ মিছিল

গাইবান্ধায় দ্রব্য মুল্যবৃদ্ধির প্রতিবাদে বামমোর্চার বিক্ষোভ মিছিল
নিত্যপণ্যের মুল্যবৃদ্ধির প্রতিবাদ, সকল কর্মক্ষম মানুষের চাকুরী, শ্রমজীবি-নিম্ন আয়ের মানুষের জন্য সারাবছর কাজ ও রেশনের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সোমবার (১৫ মে) ফ্যাসিবাদ বিরোধী বামমোর্চা গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় পদক্ষেপ মিলনায়তনে বাসদ নেতা রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, স্বাধীনতার ৫১ বছর পরেও দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হয়নি। সাধারণ মানুষের জীবনে ভাত-কাপড়-বাসস্থান-শিক্ষা-চিকিৎসার নিশ্চয়তা আসেনি। শোষন-লুটপাটের বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা ও আদর্শহীন রাজনীতির শাসন ও শোষণে গত ৫১ বছরে দেশে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, সন্ত্রাস, ঘুষ-দুর্নীতি- লুটপাট, বিকারগ্রস্থ সংস্কৃতি, মাদকের ছড়াছড়ি, সবকিছু মিলে মানুষ এখন দিশেহারা। রাতের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিত্বহীন আওয়ামীলীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার দেশে এক চূড়ান্ত ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা চালু করেছে। আন্তঃসারশূন্য শোষক শ্রেণীর গণতান্ত্রিক ব্যবস্থায় ৫ বছর পর পর ভোট দেয়ার যে অধিকার মানুষের থাকে, তাও মহাজোট সরকার ছিনিয়ে নিয়েছে। নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। গুম-খুন-গ্রেফতার-নির্যাতনের মাধ্যমে দেশকে পুলিশী রাষ্ট্রে পরিণত করেছে। ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন কালাকানুনের মাধ্যমে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। জ্বালানি তেল, ইউরিয়াসহ সকল সার, বীজ, কীটনাশক সহ সকল কৃষি উপকরণের মূল্যবৃদ্ধির কারণে কৃষকের উৎপাদন খরচ বেড়েছে। কিন্তু ফসল বিক্রি করতে কৃষক নায্যমূল্য না পেলেও মধ্যেস্বত্বভোগীদের দৌরাত্ম মানুষকে অতিরিক্ত মূল্যে খাদ্য ক্রয় করতে হচ্ছে। চাল-ডাল-আটা-ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় প্রতিটি জিনিসের মুল্যবৃদ্ধি এবং বর্ধিত বাড়ী ভাড়া-গাড়ী ভাড়া এখন শ্রমজীবি-নিম্ন আয়ের মানুষের জীবন-যাপন দূর্বীসহ করে তুলেছে। অসংখ্য বেকার কর্মক্ষম মানুষের চাকুরীর প্রয়োজনে নতুন নতুন কলকারখানা প্রতিষ্ঠার পরিবর্তে দেশের পাটকল, চিনিকল সহ সরকারি শিল্প কারখানা বন্ধ করে বেকারের সংখ্যা বৃদ্ধি করছে। তারা আরও বলেন, দেশের ক্রমবর্ধমান সংকটের মূল কারণ শোষণ ও বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা। এই আর্থ-সামাজিক ব্যবস্থার কারণে মুষ্টিমেয় মানুষের হাতে অঢেল সম্পদ জমা হচ্ছে। দেশের সংখ্যাগরিষ্ঠ মেহনতি মানুষের জীবন অন্তহীন সংকেটে নিমজ্জিত হচ্ছে। এ অন্যায়-অন্যায্য ব্যবস্থাকে রক্ষা করার জন্যেই ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছে। একই দাবিতে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ করেন তারা।  

এ সম্পর্কিত আরও পড়ুন গাইবান্ধায় | দ্রব্য | মুল্যবৃদ্ধির | প্রতিবাদে | বামমোর্চার | বিক্ষোভ | মিছিল