আর্কাইভ থেকে ছাত্র-শিক্ষক

‘র‌্যাগিং ইবি পরিবারের মুখে কালিমা লেপন করে’

‘র‌্যাগিং ইবি পরিবারের মুখে কালিমা লেপন করে’
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, র‌্যাগিং শুধু শিক্ষার্থীদের নয়, এই অনাচার, এই পাপ আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যদের মুখে কালিমা লেপন করে। এভাবে রোদে পুড়ে আগামীতে যদি র‌্যাগিংবিরোধী র‌্যালি বা সমাবেশ না করতে হয় তাহলে বুঝবো আমরা এই পবিত্র অঙ্গনকে পাপমুক্ত অবস্থায় নিয়ে যেতে পেরেছি।   সোমবার (১৫ মে) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় মৃত্যুঞ্জয়ী মুজিব মুর‍্যালের পাদদেশে র‍্যালি পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি। এর আগে প্রশাসন ভবনের সামনের থেকে র‌্যালি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল  সমবেত হয়।   র‍্যালিতে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান, এন্টির‌্যাগিং বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন ছাড়াও র‌্যালিতে বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন র‌্যাগিং | ইবি | পরিবারের | মুখে | কালিমা | লেপন | করে