আর্কাইভ থেকে আবহাওয়া

দেশে আগামী ৭২ ঘণ্টা বজ্রসহ বৃষ্টির আভাস

দেশে আগামী ৭২ ঘণ্টা বজ্রসহ বৃষ্টির আভাস
দেশের সব বিভাগে বৃষ্টিপাতের আভাস। সেই সঙ্গে প্রায় অপরিবর্তিত থাকতে পারে দিন ও রাতের তাপমাত্রা।জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১৬ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সিনপটিক অবস্থায় বলা হয়, পশ্চিমা লঘুচাপের বরধিতাংশ পশ্চিম বঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, রাজশাহী জেলাসহ খুলনা বিভাগরে ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

এ সম্পর্কিত আরও পড়ুন দেশে | আগামী | ৭২ | ঘণ্টা | বজ্রসহ | বৃষ্টির | আভাস