আর্কাইভ থেকে আন্তর্জাতিক

টিকটক নিষিদ্ধ হতে চলেছে যুক্তরাষ্ট্রের যে অঙ্গরাজ্যে

টিকটক নিষিদ্ধ হতে চলেছে যুক্তরাষ্ট্রের যে অঙ্গরাজ্যে
যুক্তরাষ্ট্রের প্রথম অঙ্গরাজ্য হিসেবে মন্টানায় ব্যক্তিগত ডিভাইসে চীনা মালিকানাধীন ভিডিও বিনিময়ের জনপ্রিয় নেটওয়ার্ক টিকটক নিষিদ্ধ হতে চলেছে। বৃহস্পতিবার (১৮ মে) আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি‘র এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার (১৭ মে) গভর্নর গ্রেগ জিয়ানফোর্ট এই নিষেধাজ্ঞায় সই করে আইনে পরিণত করেছেন। আগামী বছরের ১ জানুয়ারি থেকে এটি কার্যকর হবে। ব্যক্তিগত ডিভাইসে চীনা মালিকানাধীন টিকটক অ্যাপ নিষিদ্ধ করার ক্ষেত্রে প্রথম মার্কিন অঙ্গরাজ্য হতে চলেছে মন্টানা। চীনা মালিকানাধীন অ্যাপ হওয়ায় চীন সরকারের কাছে এর ডেটা পাঠানো হতে পারে এমন উদ্বেগের কারণে বিশ্বজুড়ে বহু দেশে তদন্তের আওতায় এসেছে টিকটক। তবে ভিডিও-শেয়ারিং এই প্ল্যাটফর্মটি বলছে, এ নিষেধাজ্ঞা ‘মন্টানার জনগণের অধিকার লঙ্ঘন করবে’। মন্টানার গভর্নর গ্রেগ জিয়ানফোর্ট একজন রিপাবলিকান এবং আইন প্রণেতাদের উদ্দেশে তিনি বলেন, চীনা কমিউনিস্ট পার্টির নজরদারি থেকে মন্টানার জনগণকে সুরক্ষা দিতে বিস্তৃত পরিসরের আরও নিষেধাজ্ঞা অগ্রাধিকারভিত্তিতে দেয়া হবে। যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় এই অঙ্গরাজ্যের জনসংখ্যা মাত্র ১০ লাখের কিছু বেশি। এর আগে গত বছরের ডিসেম্বরে রিপাবলিকান পরিচালিত এই অঙ্গরাজ্যটি সরকারি ডিভাইসে চীনের জনপ্রিয় এই ভিডিও শেয়ারিং অ্যাপটি নিষিদ্ধ করেছিল।

এ সম্পর্কিত আরও পড়ুন টিকটক | নিষিদ্ধ | হতে | চলেছে | যুক্তরাষ্ট্রের | অঙ্গরাজ্যে