আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সূচি শীঘ্রই ঘোষণা করা হবে। এরমধ্যে হাইব্রিড মডেলের সিদ্ধান্ত হয়েছে। আর নিরপেক্ষ ভেন্যু হিসেবে এগিয়ে আছে শ্রীলঙ্কার কলম্বো। পাকিস্তানের গণমাধ্যমগুলো এমনটাই জানাচ্ছে।
অবশ্য শুধুমাত্র কলম্বো নয়, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের কথাও শোনা যাচ্ছে। এদিকে পরিপূর্ণ সূচি ঘোষণার আগে গণমাধ্যমগুলো জানিয়েছে কোন ভেন্যুতে কয়টি ম্যাচ হতে পারে। পাকিস্তানের ভেন্যু লাহোরে ৪ টি ম্যাচ ও বাকি ৪ টি নিরপেক্ষ ভেন্যুতে হতে পারে বলে জানা যায়।
যদি ভারত ফাইনালে যায়, সেক্ষেত্রে নিরপেক্ষ ভেন্যুতে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। যদি ভারত ফাইনালে না যায়, তাহলে লাহোর ফাইনাল ম্যাচ আয়োজন করবে। করাচি ও রাওয়ালপিন্ডি প্রতিটি মাঠে ৩ টি করে ম্যাচ হওয়ার কথা রয়েছে।
এর আগে, ভারত পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানানোর পর আইসিসি সিদ্ধান্ত গ্রহণ করে। এতে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি হতে যাচ্ছে হাইব্রিড মডেলে। এছাড়াও ভারত ও পাকিস্তানের মধ্যে ভবিষ্যতের এফটিপিতে আইসিসির ইভেন্টগুলোর জন্য নিরপেক্ষ ভেন্যু বাছাই করা থাকবে বলেও, সিদ্ধান্ত হয়।
এম এইচ//