আর্কাইভ থেকে বাংলাদেশ

বৃষ্টি-যানজট সব মিলিয়ে নাকাল রাজধানীবাসী

বৃষ্টি-যানজট সব মিলিয়ে নাকাল রাজধানীবাসী

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে রোববার থেকে রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। 

আর সোমবার (৬ ডিসেম্বর) সকাল থেকে টানা বৃষ্টি। এদিকে এই বৃষ্টির মধ্যে কাজে বরে হওয়া মানুষগুলো পরছেন বিপাকে। জীবিকার তাগিদে কাজে বের হওয়া, অফিসগামী মানুষের যেন ভোগান্তির আজ শেষ নাই। পড়েছেন গণপরিবহন সংকটে। পরিবহনের জন্য অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘক্ষণ। 

এদিকে কিছু কিছু সড়কে যানজট ভোগান্তির মাত্রা আরও বাড়িয়েছে।

এদিনে অফিগামী প্রায় সব মানুষের কথা, অফিস যাব কিন্তু বৃষ্টির কারণে বাস পাচ্ছি না। যে দুই-একটা বাস আসছে সেগুলো অতিরিক্ত যাত্রী বোঝাই হয়ে আসায় ওঠা যাচ্ছে না। বৃষ্টির কারণে পরিবহন সংকট দেখা দিয়েছে।

এদিকে বৃষ্টির কারণে, কিছু কিছু এলাকায় জলাবদ্ধতাও সৃষ্টি হয়েছে। শত শত মানুষ ছাতা মাথায় গাড়ির জন্য দাঁড়িয়ে আছে। 

এদিকে ঘূর্ণিঝড় জাওয়াদ উপকূলে আসার আগেই দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপ হিসেবে এটি সোমবার মধ্যরাতে ভারতের ওডিশা উপকূল অতিক্রম করতে পারে। নিম্নচাপের প্রভাবে বাংলাদেশ ও ভারতের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বৃষ্টি অব্যাহত রয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার থেকে দেশের বেশিরভাগ এলাকার আকাশ পরিষ্কার হতে থাকবে। এছাড়া তাপমাত্রা কমে গিয়ে শীতের অনুভূতি বাড়তে পারে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলছে, গভীর নিম্নচাপটির কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গড় গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার রয়েছে। দমকা ও ঝোড়ো হাওয়া বেড়ে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। 

ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে, দেশের সব সমুদ্রবন্দরকে তিন নম্বর দূরবর্তী সতর্ক সংকেতের আওতায় রাখা হয়েছে। সমুদ্রে অবস্থানরত নৌযান ও মাছ ধরার নৌকাগুলোকে উপকূলে নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে।

মুক্তা মাহমুদ