আর্কাইভ থেকে বাংলাদেশ

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু-সংক্রমণ কিছুটা কমেছে

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু-সংক্রমণ কিছুটা কমেছে

বিশ্বজুড়ে একদিনের ব্যবধানে কমেছে করোনায় মৃত্যু ও সংক্রমণ। তবে কোনও এক দেশে কিছুটা কমলেও অন্য দেশে আবার বেড়ে চলেছে সংক্রমণ। এটি আর এখন কোনও একটি দেশ বা অঞ্চলের সমস্যা না, বৈশ্বিক সমস্যা হিসেবে দাঁড়িয়েছে। তবে করোনা আতঙ্কে স্বস্তিতে নেই মানুষ। নতুন করে ওমিক্রন সংক্রমণের কারণে আতঙ্কিত সব দেশ।

গেলো ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছে চার লাখ ২৪ হাজার ১৩০ জন। গত দিন ছিল পাঁচ লাখ ৩০ হাজার ৫৫১ জন। একই সময়ে মারা গেছে চার হাজার ২৪৫ জন। গত দিন মারা গিয়েছিল ছয় হাজার ১৯ জন। গেলো ২৪ ঘণ্টায় সুস্থ্ হয়েছে তিন লাখ ২৩ হাজার ৬৬৯ জন।

বিশ্বজুড়ে আজ সোমবার (৬ ডিসেম্বর) পর্যন্ত পরিসংখ্যানে দেখা যায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ কোটি ৬১ লাখ ২৭ হাজার ২২৫ জন। মারা গেছেন ৫২ লাখ ৭০ হাজার ৯৩৫ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ২৩ কোটি ৯৭ লাখ ৫৭ হাজার ৮৪ জন।

এ সম্পর্কিত আরও পড়ুন বিশ্বজুড়ে | করোনায় | মৃত্যুসংক্রমণ | কিছুটা | কমেছে