আর্কাইভ থেকে ফুটবল

লিগ শিরোপা হাতে নেওয়ার রাতে বার্সেলোনার হার

লিগ শিরোপা হাতে নেওয়ার রাতে বার্সেলোনার হার
এস্পানিওলকে হারিয়ে লিগ শিরোপা নিশ্চিত করেছিল বার্সেলোনা। শনিবার ক্যাম্প ন্যুতে ছিল কাতালুনিয়ান ক্লাবটির শিরোপা উৎযাপনের রাত। তবে লা লিগার শিরোপা হাতে তুলে নেওয়ার আগে হারের স্বাদ পেয়েছে জাভি হার্নান্দেজের দল। শনিবার লা লিগার ম্যাচে রিয়াল সোসিয়েদাদের কাছে ২-১ গোলে হারের লজ্জা পেয়েছে বার্সেলোনা। ম্যাচের শুরর মাত্র ৫ মিনিটেই পিছিয়ে যায় স্বাগতিকরা। বার্সা ডিফেন্ডার জুল কুন্দের ভুলে বল পেয়ে যায় সোসিয়েদাদ। সোরলেথের পাসে মার্ক-আন্দ্রে টার স্টেগানের পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠিয়ে দেন মেরিনো। এরপর গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে লেভানদস্কিরা। তবে বল জালে জড়াতে না পেরে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় তাঁরা। বিরতি থেকে আক্রমণ-পাল্টা আক্রমণে চলতে থাকে দুই দলের। ম্যাচের ৭২ মিনিটে সোসিয়েদাদের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন নরওয়েজিয়ান ফরোয়ার্ড সরলথ । শেষ দিকে বার্সেলোনার হয়ে সান্ত্বনাসূচক গোল করেন রবার্ট লেভানদস্কি। ৩৫ ম্যাচে চতুর্থ হারে আগের ৮৫ পয়েন্ট নিয়েই শীর্ষে আছে বার্সা। চলতি মৌসুমে আরও তিন ম্যাচ খেলবে কাতালুনিয়ান ক্লাবটি। সোসিয়েদাদের বিপক্ষে জয় না মিললেও ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলা শেষে বার্সেলোনার হাতে তুলে দেওয়া হয় শিরোপা।  

এ সম্পর্কিত আরও পড়ুন লিগ | শিরোপা | হাতে | নেওয়ার | রাতে | বার্সেলোনার | হার