আর্কাইভ থেকে আন্তর্জাতিক

আন্ডারপাসের পানিতে গাড়ি ডুবে তরুণীর মৃত্যু

আন্ডারপাসের পানিতে গাড়ি ডুবে তরুণীর মৃত্যু
ভারতের বেঙ্গালুরুতে প্রচণ্ড বৃষ্টিতে আন্ডারপাসের জমা পানিতে গাড়ি ডুবে ২২ বছরের এক তরুণীর মৃত্যু হয়। রোববার (২১ মে) বেঙ্গালুরুর প্রাণকেন্দ্রে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, প্রায় গলা পর্যন্ত পানি জমেছিল ওই আন্ডারপাসে। সেখান দিয়ে গাড়ি নিয়ে এগোতে গিয়েই এই বিপত্তি দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে মোট ছয়জন যাত্রী ছিলেন। তারা সবাই একই পরিবারের সদস্য। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া থেকে গাড়ি নিয়ে বেঙ্গালুরুতে ঘুরতে এসেছিলেন তারা। আন্ডারপাসে ঠিক কতটা পানি জমেছে, বাইরে থেকে দেখে তা বুঝতে পারেননি চালক। তিনি সেখান দিয়েই গাড়ি এগিয়ে নিতে চেয়েছিলেন। কিন্তু গাড়িটি পানিতে ডুবে যায়। ফলে আর তা এগিয়ে নিয়ে যেতে পারেননি চালক। গাড়ি আটকে গেছে দেখে ঘটনাস্থলে স্থানীয়রা ছুটে আসেন। খবর দেয়া হয় দমকল এবং জরুরি পরিষেবার কর্মীদের। তাদের দীর্ঘক্ষণের চেষ্টায় গাড়ি থেকে সবাইকেই উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে তরুণীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত তরুণীর নাম ভানুরেখা। তিনি একটি নামি তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী। এ ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান কর্নাটকের সদ্য দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি এ ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং মৃতের পরিবারের জন্য পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। গাড়িতে আটকেপড়া অন্য যাত্রীদের চিকিৎসাও বিনামূল্যে করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি আটকে যাওয়ার পর ক্রমশ পানিতে ডুবে যাচ্ছিল। ভেতর থেকে যাত্রীরা সাহায্যের জন্য চিৎকার করছিলেন। স্থানীয়রা অনেকেই দূর থেকে শাড়ি, দড়ি ইত্যাদি ছুড়ে দিয়ে তাদের টেনে বাইরে আনার চেষ্টা করেছিলেন। যাত্রীদের মধ্যে দুজন সাঁতার কেটে বাইরে আসতে পেরেছিলেন। কিন্তু বাকিদের উদ্ধার করার চেষ্টা প্রাথমিকভাবে ব্যর্থ হয়। আরও আগে উদ্ধার করা গেলে হয়তো তরুণী প্রাণে বেঁচে যেতেন।

এ সম্পর্কিত আরও পড়ুন আন্ডারপাসের | পানিতে | গাড়ি | ডুবে | তরুণীর | মৃত্যু