আর্কাইভ থেকে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দুঃখজনক, ব্যাখ্যা চাওয়া হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দুঃখজনক, ব্যাখ্যা চাওয়া হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়টিকে দুঃখজনক। এ বিষয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারকে ডেকে ব্যাখা চাওয়া হয়েছে। জানালেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

আজ শনিবার (১১ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘চির অম্লান বঙ্গবন্ধু’শীর্ষক আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুএসব কথা বলেন তিনি।

র‌্যাপিড একশন ব্যাটালিয়ন এবং এর সাবেক ও বর্তমান ৬ কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে মন্ত্রী বলেন, যে কোন অভিযোগ তথ্য ভিত্তিক হওয়া উচিত। 
আর ১০ বছরে ৬০০ লোক মারা গেছেন ঢালাওভাবে বলা ঠিক না। 
যুক্তরাষ্ট্রের মত পরিপক্ক গণতন্ত্রের কাছ থেকে এমন ঢালাও অভিযোগ কাম্যও নয়, আর তাদের দেশে প্রতি বছর ৬ লাখ লোক নিখোঁজ হন। 

এদিকে এ বিষয়ে জানতে আজ সকালে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারকে তলব করেন। তবে এ নিয়ে বিস্ময় প্রকাশ করেন মার্কিন রাষ্ট্রদূত। 

 

এ সম্পর্কিত আরও পড়ুন যুক্তরাষ্ট্রের | নিষেধাজ্ঞা | দুঃখজনক | ব্যাখ্যা | চাওয়া | হয়েছে | | পররাষ্ট্রমন্ত্রী