আর্কাইভ থেকে বাংলাদেশ

মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নেয়, দেখতে চাই : ফখরুল

মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নেয়, দেখতে চাই : ফখরুল

র‌্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) ড. বেনজীর আহমেদের খবর আমি চমক মনে করি না। এটাই তাদের পরিণতি। যারা নিরীহ মানুষকে হত্যা করে, মানুষের অধিকার হরণ করে, তাদের এ পরিণতিই হয়, সেটা আজ প্রমাণিত। র‌্যাবের সাবেক মহাপরিচালক ও বর্তমান আইজিপিসহ যারা মানবাধিকার লঙ্ঘন করেছে তাদেরকে নিয়ে সরকার কী ব্যবস্থা নেয় সেটি দেখতে চায় বিএনপি। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া গুরুতর রোগে ভুগছেন, জীবন মৃত্যুর সঙ্গে লড়ছেন। তাকে ইচ্ছে করে এ অবস্থায় ঠেলে দেয়া হয়েছে। তিনি না থাকলে তাদের পথ নিষ্কন্টক হবে মনে করা হচ্ছে। কিন্তু তা হবে না। বিএনপি আরো সংঘবদ্ধ।

তিনি বলেন, খালেদা জিয়া বা বিএনপির বিপদ নয় শুধু, আজ পুরো জাতির বিপদ। আজ সবাইকে এক হতে হবে, ডান-বাম ব্যাপার না। গোটা জাতি আজ ডুবছে। আমাদের এখন একমাত্র দায়িত্ব হচ্ছে- আমাদের এক হয়ে উঠে দাড়াতে হবে, বেগম জিয়াকে সুচিকিৎসার জন্য বাইরে পাঠাতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, দেশের সম্পদ পাচার করে বেগম পাড়া করেছেন। সেসব সম্পদও ভোগ করতে পারবেন না, বাজেয়াপ্ত হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন মানবাধিকার | লঙ্ঘনকারীদের | বিরুদ্ধে | সরকার | কী | ব্যবস্থা | নেয় | দেখতে | চাই | | ফখরুল