দুই বাংলার বিনোদন জগতে এখন একটাই গুঞ্জন। ভাঙছে সৃজিত-মিথিলার ভালোবাসার ঘর। সত্যি কি আর মাত্র দুই মাসের মধ্যেই বৈবাহিক সর্ম্পক শেষ করছেন মিথিলা। এবার সে প্রসঙ্গে মুখ খুললেন এ অভিনেত্রী।
সীমনা পেরিয়ে তাদের প্রেম, বিয়ে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল নেট দুনিয়ায়। এপার আর ওপার বাংলার দুই তারকা সৃজিত-মিথিলার বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছিল ২০১৯ সালের ৬ ডিসেম্বর, কলকাতায় সৃজিতের বাড়িতে। এবার নাকি সে বিয়েরও ভাঙন ধরেছে।
ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারে প্রকাশিত প্রতিবেদন এমনটাই ইঙ্গিত দিয়েছে। ওই প্রতিবেদন থেকে জানা যায়, সৃজিত-মিথিলার মাঝে ঢুকে পড়েছে তৃতীয় নারী। বয়সে কম ওই নারীর প্রেমে পড়েছেন সৃজিত। রীতিমতো তার প্রেমে হাবুডুবু খাচ্ছেন এ নির্মাতা। সময় কাটাচ্ছেন তার সঙ্গেই।
কম বয়সী মুম্বাইয়ের সহকারী পরিচালকের সঙ্গে প্রেমের কারণে সৃজিতের সঙ্গে মিথিলার সর্ম্পকের অবনতি ঘটেছে। আর সে কারণেই সাড়ে তিন বছরের সংসারের ইতি ঘটতে চলেছে আর মাত্র দুই মাসের মধ্যেই। শুধু তাই নয়, সেই প্রতিবেদনের বরাত দিয়ে সৃজিত-মিথিলার নাম উল্লেখ করে খবরও প্রকাশ করেছে বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম।
এ প্রসঙ্গে এখনও সোশ্যাল মিডিয়ায় কোনো প্রতিক্রিয়া জানাননি মিথিলা।
তবে দেশীয় সংবাদ মাধ্যমে এ বিষয়ে জানতে চাইলে তেমন প্রতিক্রিয়া দেখাননি অভিনেত্রী। শুটিংয়ে ব্যস্ত থাকায় অল্প কথায় এক সংবাদমাধ্যমকে মিথিলা বলেন, ‘এই খবরের সঙ্গে আমি সম্পৃক্ত নই। খবরে কি আমার নাম আছে?’ ভিত্তিহীন এ গুঞ্জনকে এবারও তেমন পাত্তা দেননি এ অভিনেত্রী।
উল্লেখ্য, সৃজিতের সঙ্গে বিয়ের আগে জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে ২০০৬ সালের ৩ আগস্ট বিয়ে হয়েছিল মিথিলার। তাদের বিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাইয়ে।
এ সম্পর্কিত আরও পড়ুনঘর | ভাঙার | খবরে | মুখ | খুললেন | মিথিলা