জাতীয় দলের নারী ফুটবলার মোসাম্মৎ সাগরিকার ঠাকুরগাঁওয়ের রাঙ্গাটুঙ্গি গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ঘরের তালা ভেঙে তার জমানো ২ লাখ ২৫ হাজার টাকা নিয়ে গেছে।
ঘটনাটি ঘটে ১৪ আগস্ট রাতে। তবে বিষয়টি প্রকাশ্যে আসে বুধবার (২০ আগস্ট) সকালে। ঘটনার সময় সাগরিকা ঢাকায় ছিলেন। তার বাবা-মা পাশের মাটির ঘরে থাকায় পাকাঘরটি তালাবদ্ধ ছিল।
সাগরিকার বাবা মো. লিটন জানান, ঘটনার দিনই প্রতিবেশীর কাছ থেকে ধার দেওয়া টাকা ফেরত পাওয়া যায়। সেই রাতেই অজ্ঞাত চোরেরা তালা ভেঙে নগদ অর্থ নিয়ে যায়। বিষয়টি তিনি সন্দেহজনক বলে মনে করছেন।
সাগরিকা বলেন, “এটা আমার কঠোর পরিশ্রমের টাকা। হারিয়ে যাওয়ায় কষ্ট লাগছে, তবে আমি সুস্থ থাকলে আবার উপার্জন করতে পারব। কিন্তু পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছে।”ক
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত চলছে, দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এমএ//