আর্কাইভ থেকে ফুটবল

কেন প্রীতি ম্যাচে ব্রাজিলের স্কোয়াডে নেই নেইমার!

কেন প্রীতি ম্যাচে ব্রাজিলের স্কোয়াডে নেই নেইমার!
ভিনিসিয়াসের সঙ্গে বর্ণবাদী আচরণের প্রতিবাদে আগামী মাসে ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। স্পেনের বার্সেলোনায় ১৭ জুন গিনির বিপক্ষে মাঠে নামবে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। এর তিন দিন পর পর্তুগালের রাজধানী লিসবনে সেনেগালের বিপক্ষে গড়াবে দ্বিতীয় ম্যাচ। আসন্ন এই দুটি প্রীতি ম্যাচের জন্য পূর্ণাঙ্গ দল ঘোষণা করেছেন সেলেসাওদের অস্থায়ী কোচ রামন মেনেজেস। তবে ২৩ সদস্যের দলে জায়গা হয়নি দলটির পোস্টার বয় নেইমার জুনিয়র। নেইমারের দলে না থাকার কারণ হিসেবে অনুমেয় ভাবে বলা যায় গত এপ্রিলের শুরুতে ডান পায়ের লিগামেন্টের অস্ত্রোপচার শেষে পুরোপুরি সুস্থ হন নি তিনি। ইনজুরিতে পড়ার পর এখন পর্যন্ত পিএসজির হয়েও খেলার সুযোগ হয়নি তাঁর। যে কারণে প্রীতি ম্যাচের জন্য ঘোষিত দলে ডাক পাননি পিএসজি স্টার। নেইমার ছাড়াও এ স্কোয়াডে জায়গা হয়নি কাতার বিশ্বকাপে খেলা এন্টোনি, রাফিনিয়া, গ্যাব্রিয়েল জেসুস, গ্যাব্রিয়েল মার্টিনেল্লির, থিয়াগো সিলভার মতো তারকাদেরও। তবে গিনি আর সেনেগাল ম্যাচের জন্য ডাক পেয়েছেন ব্রাজিলের নতুন ৫ মুখ। এঁরা হচ্ছেন ভ্যানডারসন (মোনাকো), নিনো (ফ্লুমিনেন্স), আইরতন লুকাস (ফ্ল্যামেঙ্গো), জোয়েলিংতন (নিউক্যাসল) এবং ম্যালকম (জেনিত)। পুরো স্কোয়াডের ৭ জন খেলেন ব্রাজিলের স্থানীয় লিগে, বাকিরা ইউরোপে।   ব্রাজিল দল : . গোলরক্ষক: অ্যালিসন, এডারসন, এভারটন; ডিফেন্ডার: ইবানেজ, মিলিতাও, মার্কিনহোস, নিনো, দানিলো, ভেন্ডারসন, অ্যালেক্স টেলস, আয়ারটন লুকাস; মিডফিল্ডার: আন্দ্রে, গুইমারেস, ক্যাসেমিরো, জুয়েলিটন; আক্রমণভাগ: লুকাস পাকুয়েতা, ম্যালকম, পেদ্রো, রাফায়েল ভেইগা, রিচার্লিসন, রদ্রিগো, রনি, ভিনিসিয়ুস  

এ সম্পর্কিত আরও পড়ুন কেন | প্রীতি | ম্যাচে | ব্রাজিলের | স্কোয়াডে | নেই | নেইমার