আর্কাইভ থেকে দেশজুড়ে

ঢাকা কেন্দ্রীয় কারাগারে এক হাজতির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে এক হাজতির মৃত্যু
কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মো. ইসমাইল মোল্লা (৫৭) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ মে) ভোরে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন বলে জানান, কারারক্ষী শাহীন আলম। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সকাল সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কারারক্ষী শাহীন আলম জানান, কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন ইসমাইল মোল্লা। তার বিষয়ে এর বেশি কিছু আমার জানা নেই। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের পর কারা আনুষ্ঠানিকতা শেষ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন ঢাকা | কেন্দ্রীয় | কারাগারে | এক | হাজতির | মৃত্যু