আর্কাইভ থেকে বিএনপি

সরকারের কাছে টাকা নেই: বুলু

সরকারের কাছে টাকা নেই: বুলু
সরকারের কাছে টাকা নেই। গত ২০১৫ সাল থেকে সরকার এ পর্যন্ত দেড় লাখ কোটি টাকা ঋণ করেছে। যা গত ৪৬ বছরে বাংলাদেশের ঋণ ছিল ৪৬ কোটি টাকা। এবারের বাজেটেও আড়াই লাখ কোটি টাকা ঋণের ওপর নির্ভর করে দেওয়া হয়েছে। বললেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। আজ শুক্রবার (২ জনু) রাজধানীর সেগুন বাগিচা ঢাকা রিপোর্টাস ইউনিটিতে এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি। তিনি বলেন, বাজেটে মানুষের থেকে কর বাড়ানোর জন্য নানা পন্থা নেওয়া হয়েছে। এতে মানুষের নাভিশ্বাস উঠে যাবে। এই বাজেটে মানুষ কীভাবে বাচঁবে সেটা নেই। এই বাজেট অবাস্তব। তিনি আরও বলেন, সারা বিশ্ব আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জাতিসংঘ বলেছে- এই দেশে নির্বাচিত কোনও সরকার নেই। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ও তাই বলেছে। জাপানের মতো রাষ্ট্রও বলেছে- দিনের ভোট রাতে হয়, এটা আমার কখনও জানা ছিল না। সভায় উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের নেতা পারবীন কাওসার মুন্নী, সারোয়ার হোসেন রুবেল প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন সরকারের | কাছে | টাকা | নেই | বুলু