আর্কাইভ থেকে বাংলাদেশ

বুস্টার ডোজে দেয়া হবে ফাইজারের টিকা : স্বাস্থ্যমন্ত্রী

বুস্টার ডোজে দেয়া হবে ফাইজারের টিকা : স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার মহাখালী বিসিপিএসএ প্রতিষ্ঠানে রোববার সকাল থেকে বুস্টার টিকার কার্যক্রম শুরু করা হবে। শুরুর দিকে বয়স্ক এবং ফ্রন্টলাইনাররা এই ডোজের টিকা অগ্রাধিকার ভিত্তিতে পাবেন। বুস্টার ডোজে ফাইজারের টিকা দেয়া হবে। জানালেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

আজ শনিবার (১৮ ডিসেম্বর) মানিকগঞ্জে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, উদ্বোধনী দিনে ১০০-২০০ মানুষকে টিকা দেয়া হতে পারে। এরপর পর্যাক্রমের সারা দেশেই বুস্টার ডোজ চলমান থাকবে।

মন্ত্রী বলেন, ওমিক্রন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। ওমিক্রন থেকে আমাদের বাঁচতে হবে। এজন্য সকলকে সচেতন হয়ে চলাফেরা করতে হবে। ওমিক্রন রোধে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

এদিকে, ঢাকা জেলা সিভিল সার্জন ডা. আবু হাসেন মঈনুল আহসান জানিয়েছেন, রোববার (১৯ ডিসেম্বর) থেকে করোনার বুস্টার ডোজ প্রয়োগ কার্যক্রম শুরু হচ্ছে। ট্রায়াল হিসেবে চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মীদের দিয়ে এই কার্যক্রম শুরু হবে এবং পরে বয়স্কদের দেওয়া হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন বুস্টার | ডোজে | দেয়া | হবে | ফাইজারের | টিকা | | স্বাস্থ্যমন্ত্রী