আর্কাইভ থেকে দেশজুড়ে

নরসিংদীতে প্রাইভেট টিউটরকে কুপিয়ে হত্যা

নরসিংদীতে প্রাইভেট টিউটরকে কুপিয়ে হত্যা

নরসিংদীতে জমি নিয়ে বিরোধের জের ধরে রাসেল মৃধা নামে (৩৫) এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১০টার দিকে পৌর শহরের ইউএমসি জুট মিল এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত রাসেল শিবপুর উপজেলার বাঘাবো এলাকার হানিফ মৃধার ছেলে। তিনি পেশায় একজন প্রাইভেট টিউটর।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, তাদের সাথে দীর্ঘদিন ধরেই একই এলাকার বেলায়েতদের জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে পাল্টাপাল্টি মামলা চলমান। মামলাটি রায়ের অপেক্ষায় রয়েছে। মামলা মোকাদ্দমা ও বিরোধের জের ধরে প্রতিপক্ষরা রাসেলের পিছু নেয়। এরইমধ্যে বুধবার সন্ধ্যার পর রাসেল প্রাইভেট পড়াতে শিবপুর থেকে নরসিংদী ইউএমসি জুট মিল এলাকায় আসে।  টিউশন শেষে বাড়ি ফেরার পথে ইউএমসি জুট মিল এলকায় প্রতিপক্ষরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে লাশ ফেলে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত তাকে ঘোষণা করে।

এ বিষয়ে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত জানিয়েছেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

জেএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন নরসিংদীতে | প্রাইভেট | টিউটরকে | কুপিয়ে | হত্যা