ভবিষ্যৎ প্রজম্মরা পরিবার ও দেশের সম্পদ। এই সন্তানই আগামী দিনের সু-নাগরিক . ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ গঠনে সহায়ক হবে। এই জন্য সরকার মায়েদের মাতৃত্বকালীন ভাতা দিয়ে সুস্থ সবল সন্তান প্রসবে আর্থিক সহায়তা প্রদান করছে। বললেন রেলমন্ত্রী অ্যাডভোকেট মো.নূরুল ইসলাম সুজন (এমপি)।
সোমবার (৫ জুন) সকালে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অসহায় মানুষদের মাঝে অর্থ বিতরণ উপলক্ষে আয়োজিত সভায় এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, অর্থনৈতিক ভাবে যারা পিছিয়ে আছে তাদের স্বাবলম্বি করার জন্য সরকার নানা প্রকল্প গ্রহন করছে এবং আর্থিক ভাবে সহায়তা প্রদান করে যাচ্ছে।
তিনি আরও বলেন, গ্রামের মানুষ যদি অর্থনৈতিক উন্নতি হয় তাহলে দেশের অর্থনীতিও সমৃদ্ধ হবে। কৃষি ক্ষেত্রে সরকার ভর্তুকি দিয়ে যেভাবে সহযোগীতা করে যাচ্ছে এতে উৎপাদন বৃদ্ধি ও সাধারণ মানুষ আর্থিক ভাবে লাভকবান হচ্ছেন।
মন্ত্রী বলেন, পবিত্র ধর্ম ইসলাম কে ব্যবহার করে কিছু সংখ্যক ব্যক্তি তালিম পাটির নামে গ্রামের মহিলাদের কানফুঁসলি দিচ্ছে,তাদের ব্যাপারে সর্তক থাকতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌসের সভাপতিত্বে অনুদানের অর্থ বিতরণ সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী,পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোছাঃ সারাবন তহুরা বক্তব্য রাখেন।
উল্লেখ্য, সভায় মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে উপজেলার একশত জন অসহায় নারীর মাঝে ৫ লাখ টাকার অনুদানের অর্থ বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে মন্ত্রী উত্তরাঞ্চলের সীমান্তবর্তী ৮৬ টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় দেবীগঞ্জ উপজেলার সাবেক ছিটমহলের ৩১ জন খামারির মাঝে ৯৩ টি ভেড়া, ও ৫১ জন খামারির মাঝে ১০২ টি ছাগল বিনামূল্যে বিতরণ করেন।
অন্যদিকে, একই দিন দুপুরে জেলার বোদা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল হতে উপজেলার আরও একশত জন অসহায় মহিলার মাঝে ৫ লাখ টাকার অনুদানের অর্থ বিতরণ করেন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি,উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা,পৌর মেয়র আজাহার আলী ও কেন্দ্রীয় যুব লীগ নেতা ব্যারিস্টার কৌশিক নাহিয়ান নাবিদ উপস্থিত ছিলেন।