রাজধানীতে রুট পারমিটবিহীন বাসের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতোযৌথ অভিযান চলছে। এতে অংশ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি),বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ মঙ্গলবার (২১ ডিসেম্বর) ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করতে দেখা গেছে।
অভিযান পরিচালনা করছেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান।
ডিএসসিসি’র জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানিয়েছেন, গতকাল (সোমবার) রুট পারমিট ও ফিটনেসবিহীন এবং এক রুটের পারমিট নিয়ে অন্য রুটে চলাচলকারী বাসের বিরুদ্ধে পরিচালিত যৌথ অভিযান চলছে।
তিনি বলেন, গতকাল পাঁচটি বাসের ফিটনেস না থাকায় ৫ মামলায় ৫ হাজার টাকা, লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অপরাধে এক বাস চালকের বিরুদ্ধে ৩ হাজার টাকা এবং আসন সংখ্যা পুনর্বিন্যাসসহ বিভিন্ন অপরাধে ৭টি বাসের বিরুদ্ধে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।