ওমিক্রন বিশ্বের ৯০টি দেশে ছড়িয়ে গেছে। আমাদের দেশেও ধরা পড়েছে। কিন্তু মানুষ মাস্ক পড়েনা এবং স্বাস্থ্য বিধিও মানছেনা। এজন্য ওমিক্রন বাড়ার আশঙ্কা করছে সরকার। বললেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ মঙ্গলবার (২১ ডিসেম্বর) সচিবালয়ে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারাদেশের মানুষ যাতে আগের মত স্বাস্থ্যবিধি মেনে চলে এজন্য জেলা প্রশাসক এবং সিভিল সার্জনদের চিঠি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
তিনি বলেন, বাংলাদেশ কোভিড নিয়ন্ত্রণে সফলতার উদাহরণ হয়েছে। এখন যে সংক্রমণ কমে গেছে এটা ধরে রাখতে হবে। সব হাসপাতালে এখন অক্সিজেন সাপোর্ট আছে। মন্ত্রী বলেন, করোনা নিয়ন্ত্রণে টিকা একটা বড় কার্যকরী ভুমিকা রেখেছে। এখন পর্যন্ত প্রথম ডোজ টিকা দেয়া হয়েছে ৭ কোটি। শতকরা হিসেবে তা ৬০ ভাগ মানুষকে দেয়া হয়েছে। আর দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে সাড়ে ৪ কোটি, শতকরা হিসেবে তা ৩০ ভাগ। ১২ থেকে ১৩ কোটি মানুষকে টিকা দেয়ার টার্গেট সরকারের । এখন পর্যন্ত দেয়া হয়েছে ৩০ ভাগ মানুষকে।