আর্কাইভ থেকে জাতীয়

১০-১৫ দিন পর দেশে আর বিদ্যুতের কষ্ট থাকবে না : প্রধানমন্ত্রী

১০-১৫ দিন পর দেশে আর বিদ্যুতের কষ্ট থাকবে না : প্রধানমন্ত্রী
বিদ্যুৎ এর কারণে মানুষ কষ্টে আছে; সমস্যা সমাধানে চেষ্টা করছে সরকার। দুই দিনের মধ্যে জাতীয় গ্রিডে আরও ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। দশ থেকে ১৫ দিন পর দেশে আর বিদ্যুতের কষ্ট থাকবে না। এরমধ্যেই দেশে বিদ্যুতের পরিস্থিতি স্বাভাবিক হবে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (৭ জুন) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেয়া বিদ্যুতে, ইন্টারনেটে, এসিরুমে বসে আমাদেরই সমালোচনা করা হয়। আমরা জানি কখন কোন সিদ্ধান্ত নিতে হয়। কখন কোন কথা বলতে হয়। ১০-১৫ দিনের মধ্যে পরিস্থিতির (বিদ্যুৎ) উন্নতি হবে। অতিরিক্ত গরমে মানুষের কষ্ট বুঝতে পারছি আমরা। শেখ হাসিনা বলেন, কোনো বিদেশি শক্তি কাউকে ক্ষমতায় বসাতে পারে না, বাইরের দেশ শুধু ব্যবহার করতে পারে। ক্ষমতায় বসাতে পারে একমাত্র জনগণ। তাই বিএনপির আন্দোলন করলে তাদের কোনো বাধা না দিয়ে নজরদারিতে রাখুন। তিনি বলেন, দেশি-বিদেশি যত চাপই আসুক না কেন, কোনো চাপের কাছেই বাঙালি নতি শিকার করবে না। আওয়ামী লীগ এ দেশে গণতন্ত্র এনেছে, তাই এ দেশের মানুষের সুরক্ষা তার দলই করবে। প্রধানমন্ত্রী বলেন, আমেরিকার ভিসা নীতিতে ভালোই হয়েছে। এখন যদি বিএনপি জ্বালাও-পোড়াও করে, তবে আমেরিকার ভিসা পাবে না। যাদের কথায় নাচে তারাই খাবে। জনগণের ক্ষমতায় তারা বিশ্বাস করে না। তারা অন্যের কাছে ধরনা দেয়। তারা মনে করে অন্যরা তাদের ক্ষমতায় বাসিয়ে দেবে। কেউ ভোটাধিকার কেড়ে নিলে জনগণ ছেড়ে দেয় না, খালেদা জিয়া তার প্রমাণ। বিদেশি চাপ যতই আসুক দেশের মানুষ নতি স্বীকার করবে না। শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত যেখানে দেশের মানুষকে পুড়িয়ে মেরেছে। অগ্নিসন্ত্রাস করেছে; সেখানে আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার সুরক্ষা করেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন ১০১৫ | দিন | দেশে | আর | বিদ্যুতের | কষ্ট | থাকবে | | প্রধানমন্ত্রী