দেবের ছবিতে কাজ পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় যেমন প্রশংসা কুড়িয়েছেন সৌমিতৃষা, তেমনই কটাক্ষের মুখেও পড়েছেন। আসলে গেলো কয়েক মাসে দেবের একাধিক ছবির প্রিমিয়ারে দেখা মিলেছে সৌমিতৃষার। একসঙ্গে পার্টিমুডেও দেখা গিয়েছে দু'জনকে। নায়কের সঙ্গে ‘ভালো সম্পর্ক’-এর জেরে কাজ হাতিয়েছেন অভিনেত্রী, এমন অভিযোগে বিদ্ধ তিনি। দেবের সঙ্গে সম্পর্ক নিয়ে নিউজ ১৮ বাংলাকে এক সাক্ষাৎকারে মিঠাইরানি বলেন, ‘হ্যাঁ, সম্পর্ক তো ভীষণই ভাল। আমাকে স্নেহ করেন। কিন্তু দিনের শেষে ব্যবসাটাই বড় কথা।… আমি দেবদার বোনের মতো, সেই ভাবনা থেকে আমাকে ছবিতে নিয়ে তারপর কাজ খারাপ হবে, সেটা তো কেউই চাইবে না’। নিন্দকরা যাই বলুক না কেন, সৌমিতৃষার সাফ কথা- 'সৎপথে, নিষ্ঠার সঙ্গে আর দর্শকদের ভালোবাসা নিয়ে এগানোর চেষ্টা করছি।’ ছবিতে দেব-সৌমিতৃষা ছাড়াও থাকছেন বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, টনিক ত্রয়ীর রি-ইউনিয়ন ধরা পড়বে এই ছবিতে। পরিচালকের কথায়, আদ্যপান্ত ফ্যামিলি ড্রামা এই ছবি। দেব-সৌমিতৃষা জুটির রসায়ন কতটা দাগ কাটবে সেটাই এখন দেখার পালা। সব ঠিক থাকলে ক্রিসমাসে মুক্তি পাবে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ও বেঙ্গল টকিস প্রযোজিত ‘প্রধান’।Let’s do #askdev for 10min…after that I have #Pradhan narration
Chalo shoot ur questions let me see if I can answer them 🤔 — Dev (@idevadhikari) June 6, 2023