বিশ্বজুড়ে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। এর মধ্যে নতুন করে যুক্তরাজ্যে বাড়ছে করোনার প্রভাব। দেশটিতে সংক্রমণের নতুন নতুন রেকর্ড হচ্ছে। গেলো ২৪ ঘণ্টায় দৈনন্দি আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে।
দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ লাখ ৬ হাজার ১২২ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ওমিক্রন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ার পর এই প্রথমবারের মতো ব্রিটেনে কোভিড-১৯ রোগে সংক্রমণ লাখ ছাড়ালো। এর আগের দিন আক্রান্ত ছিল ৯০ হাজার। ২৪ ঘণ্টায় মারা গেছে ১৪০ জন।
দেশটিতে এ মহামারি ছড়িয়ে পড়ার পর থেকে ১ লাখ ৪৭ হাজার ৫৭৩ জন প্রাণ হারিয়েছে এবং ১১ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে।
এমন ভয়াবহ পরিস্থিতিতে ব্রিটেন সরকার জনগণকে তৃতীয় ডোজ ভ্যাকসিন নেয়ার আহ্বান জানিয়েছে এবং এ পর্যন্ত দেশটির তিন কোটিরও বেশি মানুষ বুস্টার ডোজ গ্রহণ করেছে।
এদিকে, যুক্তরাষ্ট্রে গেলো ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে দুই লাখ ৩২ হাজার ৩৮৩। মারা গেছে ১৬৩৪ জন।