আর্কাইভ থেকে বাংলাদেশ

গাইবান্ধায় বাসচাপায় স্বাস্থ্য কর্মীর মৃত্যু

গাইবান্ধায় বাসচাপায় স্বাস্থ্য কর্মীর মৃত্যু

গাইবান্ধায় বাসচাপায় আশিক চন্দ্র মালাকার (৫৫) নামে এক ইউনিয়ন স্বাস্থ্য কর্মীর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের বিসিক শিল্পনগরী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আশিক চন্দ্র মালাকার গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ছোট দুর্গাপুর গ্রামের জতিন্দ্রনাথ মালাকারের ছেলে। তিনি বল্লমঝাড় ইউনিয়নের স্বাস্থ্যকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার উপ পুলিশ পরিদর্শক (এইআই) বিশ্বজিত কুমার জানান, আশিক মালাকার মোটরসাইকেলে করে গাইবান্ধা শহর থেকে কর্মস্থল বল্লমঝাড়ে যাচ্ছিল। এসময় বিসিক শিল্পনগরী এলাকায় রাস্তা পারাপারের সময় পিছন থেকে একটি বাস ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে তাকে গাইবান্ধা জেলা হাসপালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুর রউফ বলেন, বাসটিকে জব্দ করার চেষ্টা চলছে। নিহতের পরিবারের নিকট মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
 
এস 

এ সম্পর্কিত আরও পড়ুন গাইবান্ধায় | বাসচাপায় | স্বাস্থ্য | কর্মীর | মৃত্যু