আর্কাইভ থেকে ক্রিকেট

বিপিএলে তামিম, মাশরাফী ও মাহমুদউল্লাহ এখনো অবিক্রিত

বিপিএলে তামিম, মাশরাফী ও মাহমুদউল্লাহ এখনো অবিক্রিত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চমক। এবার বিপিএলে নেই আইকন ক্রিকেটারের ক্যাটাগরি। তবে ড্রাফটের আগে একজন দেশি ক্রিকেটারকে সরাসরি দলে ভেড়াতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। দেরি না করে পছন্দের ক্রিকেটারের সঙ্গে চুক্তিও করে ফেলেছে দলগুলো।

কুমিল্লায় মোস্তাফিজুর রহমান, চট্টগ্রামে নাসুম আহমেদ। সাকিব আল হাসান বরিশালে। ঢাকায় সৌম্য সরকার, সিলেটে তাসকিন। মুশফিকুর রহিমের খুলনায় যাওয়া অনেকটাই নিশ্চিত। তবে অবাক করা ব্যপার, প্রতিবার বাংলাদেশের ফ্যান্টাস্টিক ফাইভকে ঘিরে আগ্রহ থাকলেও এবার তাতে ভাটা পড়েছে। 

তামিম ইকবাল, মাশরাফী বিন মুর্তজা আর মাহমুদউল্লাহ এখনো অবিক্রিত। ফলে ২৭ ডিসেম্বরের ড্রাফটেই নির্ধারিত হবে তাদের ভাগ্য। আগের মত বাড়তি মূল্য পাওয়ার সুযোগও কম।

দেশি ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারিত হয়েছে ছয়টি ক্যাটাগরিতে। সর্বোচ্চ ৭০ লাখ টাকা, সর্বনিম্ন ৫ লাখ। সর্বোচ্চ ১৪ সর্বনিম্ন ১০ দেশি ক্রিকেটারকে নিতে পারবে দলগুলো। বিদেশি ৩ জনের সঙ্গে সরাসরি চুক্তি করা যাবে। সর্বোচ্চ ৮ জনকে নেয়া যাবে। তবে খেলাতে হবে ৩ জনকে।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন বিপিএলে | তামিম | মাশরাফী | ও | মাহমুদউল্লাহ | এখনো | অবিক্রিত