আর্কাইভ থেকে দেশজুড়ে

নৌকার কর্মীদের ওপর হামলার অভিযোগ

নৌকার কর্মীদের ওপর হামলার অভিযোগ
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার কর্মীদের ওপর হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন নৌকা প্রতীকের প্রধান এজেন্ট আফজালুল করিম। সোমবার (১২ জুন) দুপুর ২টার দিকে বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবিরের কাছে তিনি এই অভিযোগ দেন। অভিযোগে ৬টি ওয়ার্ডে হাতপাখার লোকজনের দ্বারা নৌকা প্রতীকের সমর্থকদের মারধর, ভোটকেন্দ্রে আসতে বাধা প্রদান, ভোট দিতে আসা নারীদের ধর্মীয়ভাবে বুঝিয়ে নৌকা প্রতীকে ভোট দিতে নিষেধ করা, কেন্দ্রে বহিরাগত সন্ত্রাসীদের লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ করা হয়। অভিযোগপত্রে জানানো হয়, ২২নং ওয়ার্ডের ২৭নং কেন্দ্র, ৬নং ওয়ার্ডের ২৯নং কেন্দ্র, ২৪নং ওয়ার্ডের ৯৫নং কেন্দ্র, ৪নং ওয়ার্ডের ১৮নং কেন্দ্র, ৩নং ওয়ার্ডের ১২নং কেন্দ্র এবং ৯নং ওয়ার্ডের ৪২নং কেন্দ্রে হাতপাখার কর্মী-সমর্থকরা বিশৃঙ্খলা করে। এই নির্বাচনে ৩০টি ওয়ার্ডে ১২৬টি কেন্দ্রের ৮৯৪ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন। ভোট পর্যবেক্ষণে ১ হাজার ১৪৬টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এএম

এ সম্পর্কিত আরও পড়ুন নৌকার | কর্মীদের | ওপর | হামলার | অভিযোগ