আর্কাইভ থেকে ফুটবল

প্রীতি ম্যাচের জন্য বার্সেলোনায় অনুশীলন শুরু করেছে ব্রাজিল  

প্রীতি ম্যাচের জন্য বার্সেলোনায় অনুশীলন শুরু করেছে ব্রাজিল  
বর্ণবাদ-বিরোধী প্রচারণার অংশ হিসেবে দুই আফ্রিকান দেশ গিনি ও সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। স্পেনের বার্সেলোনায় আগামী ১৭ জুন গিনির বিপক্ষে অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ। আসন্ন ম্যাচটিকে সামনে রেখে বার্সেলোনায় অনুশীলন শুরু করেছে ক্যাসিমিরো-ভিনিসিয়াসরা। ব্রাজিল ফুটবল ফেরাডারশনের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে সেই ছবি।   ১৭ জুন গিনির বিপক্ষে ম্যাচের পর ব্রাজিল জাতীয় দল চলে যাবে পর্তুগালের লিসবনে।  সেখানে  ২০ জুন সেনেগালের বিপক্ষে মাঠে নামবে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। ব্রাজিল দল গোলকিপার: আলিসন (লিভারপুল), এদেরসন (ম্যানচেস্টার সিটি) ওয়েভারতন (পালমেইরাস) ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), ভ্যানডারসন (মোনাকো), অ্যালেক্স তেলেস (সেভিয়া), আইরতন লুকাস (ফ্ল্যামেঙ্গো), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), মারকিনিওস (পিএসজি), ইবানেজ (রোমা), নিনো (ফ্লুমিনেন্স)। মিডফিল্ডার: ব্রুনো গিমারেজ (নিউক্যাসল), আন্দ্রে (ফ্লুমিনেন্স), জোয়েলিংতন (নিউক্যাসল), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), লুকাস পাকেতা (ওয়েস্ট হাম)। ফরোয়ার্ড: ম্যালকম (জেনিত), পেদ্রো (ফ্ল্যামেঙ্গো), রিচার্লিসন (টটেনহাম), রনি (পালমেইরাস), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।  

এ সম্পর্কিত আরও পড়ুন প্রীতি | ম্যাচের | জন্য | বার্সেলোনায় | অনুশীলন | শুরু | করেছে | ব্রাজিল |