পাকিস্তানের বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় পাকিস্তান সামরিক বাহিনীর ৯ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার নাম প্রকাশে অনিচ্ছুক পাক সরকারের এক কর্মকর্তা খবরটি নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা জানান, প্রদেশের ওয়াশুক জেলার একটি পুলিশ স্টেশন ও একটি সীমান্তবাহিনীর কম্পাউন্ডে জঙ্গিরা হামলা চালালে হতাহতের ঘটনা ঘটে।
বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মির (বিএলএ) শক্তিশালী ঘাঁটি আছে।
সোমবার যুক্তরাষ্ট্র সংগঠনটিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। বিএলএর বিরুদ্ধে মার্কিন এই পদক্ষেপের দিনেই বেলুচিস্তানে হামলা হলো। সম্প্রতি দেশটিতে একাধিক প্রাণঘাতী হামলার দায় স্বীকার করেছে এই গোষ্ঠীটি।
এনএস/