আর্কাইভ থেকে বাংলাদেশ

প্রধান বিচারপতি হচ্ছেন হাসান ফয়েজ সিদ্দিকী, প্রজ্ঞাপনের অপেক্ষা

প্রধান বিচারপতি হচ্ছেন হাসান ফয়েজ সিদ্দিকী, প্রজ্ঞাপনের অপেক্ষা

দেশের ২৩তম প্রধান বিচারপতি হচ্ছেন হাসান ফয়েজ সিদ্দিকী। আনুষ্ঠানিক প্রজ্ঞাপনের পর বঙ্গভবনে শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বুধবার (২৯ ডিসেম্বর) এ তথ্য জানা গেছে। 

বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আগামীকাল বৃহস্পতিবার অবসরে যাবেন। কারণ, এর পরের দিন তিনি ৬৮ বছরে পা দেবেন।

সংবিধানের ৯৬ (১) অনুচ্ছেদে বলা হয়েছে, এই অনুচ্ছেদের অন্যান্য বিধানাবলী সাপেক্ষে কোন বিচারক সাতষট্টি বৎসর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত স্বীয় পদে বহাল থাকিবেন।

সুপ্রিম কোর্ট সূত্র অনুযায়ী, আপিল বিভাগের বর্তমান বিচারপতিদের মধ্যে বিচারপতি মুহাম্মদ ঈমান আলী ২০২২ সালের ৩১ ডিসেম্বর, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর, বিচারপতি মো. নুরুজ্জামান ২০২৩ সালের ৩০ জুন এবং বিচারপতি ওবায়দুল হাসান ২০২৬ সালের ১০ জানুয়ারি অবসরে যাবেন।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন প্রধান | বিচারপতি | হচ্ছেন | হাসান | ফয়েজ | সিদ্দিকী | প্রজ্ঞাপনের | অপেক্ষা